খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিক্সে ভারতের ঝুলিতে আসবে আরেকটি পদক, কুস্তির ফাইনালে রবি কুমার

August 4, 2021 | < 1 min read

আরও একটি পদক নিশ্চিত হল ভারতের। টোকিয়ো অলিম্পিক্সেে (Tokyo Olympics) কুস্তির (Wrestling) সেমিফাইনালে জয় ভারতের রবি কুমারের। কুস্তির ৫৭ কেজি বিভাগে কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে জিতেলেন তিনি।

শুরুতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচে ফিরে এসেছিলেন কাজাখস্তানের প্রতিপক্ষ। একটা সময় রবি কুমার পিছিয়ে ছিলেন ৭-৯ ব্যবধানে। কিন্তু সেই সময় নুরিস্লামকে ফেলে দেন তিনি। তাই পয়েন্টের হিসেবে নয়, সোজাসুজি ফাইনালে উঠে গেলেন রবি কুমার।

ফাইনালের রবির মুখোমুখি হবেন টানা দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভ। বৃহস্পতিবার সোনার পদকের লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরা। তবে কুস্তি থেকে ভারতের যে সোনা আসছে তা নিশ্চিত করলেন রবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ravi Kumar, #Wrestling, #Tokyo Olympic 2020, #Tokyo Olympics

আরো দেখুন