খেলা বিভাগে ফিরে যান

কাল অলিম্পিক্সে কুস্তিতে সোনা, হকিতে ব্রোঞ্জের লড়াই দেখবে ভারত

August 4, 2021 | < 1 min read

আজ বক্সিংয়ে (Boxing) ব্রোঞ্জ (Bronze) জিতলেন লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohai) । তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমে এদিন সেমিতে হারতে হয় ভারতের এই তরুণ মহিলা বক্সারকে। আগেই অলিম্পিক্সে (Olympic) ভারতের (India) দ্বিতীয় পদক নিশ্চিত করেছিলেন বক্সার লভলিনা।

অন্য দিকে দু’মিনিটের মধ্যে গোল করেও অলিম্পিক্সের সেমিফাইনালে হেরে গেল ভারতীয় মহিলা হকি দল।আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালেই থেমে গেল স্বপ্নের দৌড়। এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে ভারতের সামনে।

আজ অলিম্পিক্সে পদক জয় নিশ্চিত করলেন রবিকুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। ৮৬ কেজির কুস্তিতে ব্রজের জন্য কাল লড়বেন দীপক পুনিয়া (Deepak Punia)।

আগামীকাল আর কারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন, জেনে নিন।

গল্ফ:
মহিলাদের ইন্ডিভিজুয়াল স্ট্রোক প্লে রাউন্ড ২: (অদিতি অশোক, দীক্ষা দাগার)- ভোর ৪টে।

হকি:
পুরুষ: ব্রোঞ্জ মেডেল ম্যাচ, ভারত বনাম জার্মানি – সকাল ৭টা

অ্যাথলেটিক্স:
পুরুষদের২০ কিমি রেস ওয়াক ফাইনাল (ইরফান কলথাম, রাহুল রহিলা, সন্দীপ কুমার) – দুপুর ১টা

কুস্তি:
মহিলাদের ফ্রি স্টাইল,৫৩ কেজি, ১/৮ (ভিনেশ ফোগাত বনাম সোফিয়া ম্যাটসন) সকাল ৪টা থেকে

পুরুষ ফ্রি স্টাইল, ৫৭ কেজি, ফাইনাল (রবি কুমার দাহিয়া বনাম জাভুর উগুইয়েভ) দুপুর ২:৪৫ থেকে

পুরুষ ৮৬ কেজি ব্রোঞ্জ মেডেল ম্যাচ, (দীপক পুনিয়া), দুপুর ২:৪৫ থেকে

মহিলা ফ্রি স্টাইল ৫৭ কেজি (আংশু মালিক বনাম ভ্যালেরিয়া কবলভা) সকাল ৭:৩০টা

মহিলাদের ৫৭ কেজি ফাইনাল, দুপুর ২:৪৫ থেকে

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Tokyo Olympics, #gold, #bronze

আরো দেখুন