অলিম্পিক্সে কাল রানী রামপালদেরকে দিকেই চোখ রাখবে ভারতবাসী
দীর্ঘ ৪১ বছরের অপেক্ষার অবসান। অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতল ভারতের পুরুষ হকি দল। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে তিন নম্বরে শেষ করলেন মনপ্রীতরা। হকি দলের এই দুর্দান্ত সাফল্যের আনন্দে ভাসছে গোটা দেশ। অন্যদিকে, সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে রুপো জিতলেন রবি কুমার দাহিয়া। দু’ বারের বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ান কুস্তিগির জাভুর উঘেবের কাছে ৫৭ কেজি বিভাগে হেরে গেলেন তিনি।
টোকিও অলিম্পিক্সে এই নিয়ে ভারতের দুটো রুপো এবং সবমিলিয়ে পাঁচ নম্বর পদক। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সুশীল কুমার। সেই কৃতিত্বের অংশীদার হলেন রবি।
আগামীকাল হকির ব্রোঞ্জের জন্য নামছে রানী রামপালর। লড়াই করেও অলিম্পিক্সে মহিলা হকির সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে ২-১ গোলে হেরে গেল ভারতীয় দল। রানি রামপালরা গোল করে শুরুতেই এগিয়ে গিয়েছিলেন। তবে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল পরিশোধ করে দেয় আর্জেন্তিনা। তৃতীয় কোয়ার্টারে গোল করে ২-১ শেষ পর্যন্ত জিতে যায় আর্জেন্তিনার মহিলা হকি দল।
তবে সেমিফাইনালে হারলেও ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। কারণ, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলবেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়েরা। সেই ম্যাচে রানি-গুরজিৎদের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। বুধবার সকালে প্রথম সেমিফাইনালে যারা নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে পর্যুদস্ত হয়েছে।
দেখে নিন আগামীকাল কারা ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পুরুষদের ৫০ কিমি ওয়াক ফাইনাল: গুরপ্রীত সিং: ভোর ২টো
গল্ফ: মহিলাদের ইন্ডিভিজুয়াল আর ৩- অদিতি অশোক, দীক্ষা দাগার – ভোর ৪টে
মহিলাদের ২০ কিমি ওয়াক ফাইনাল – ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী, দুপুর ১টা
হকি মহিলাদের ব্রোঞ্জ মেডেল: গ্রেট ব্রিটেন বনাম ভারত – সকাল ৭ টা
কুস্তি – পুরুষদের ফ্রি স্টাইল ৬৫ কেজি ১/৮ ফাইনাল – বজরং পুনিয়া বনাম একমাতেলিয়েব – সকাল ৮ টা থেকে।
কুস্তি: মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি ১/৮ ফাইনাল – সীমা বিসলা বনাম সারা হামদি- সকাল ৮টা থেকে
অ্যাথলেটিক্স: পুরুষদের ৪*৪০০ মিটার রিলে হিট ২: আমজ জ্যাকব, নাগানাথান পান্দি, আরকিয়া রাজীব, নির্মা নোয়া টম, মহম্মদ আনাস : বিকেল ৫:০৭