← রাজ্য বিভাগে ফিরে যান
কাল ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল
রাজ্যের ৭টি কেন্দ্রের উপনির্বাচনের দাবি নিয়ে আগামীকাল শুক্রবার ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। কলকাতায় কমিশনের CEO দফতরে যাবেন তৃণমূল কংগ্রেস নেতারা। সেখানে তাঁরা দ্রুততার সঙ্গে উপনির্বাচনের দাবি জানাবেন। বৃহস্পতিবার এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হয়নি। সেইসঙ্গে ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবায় কেন্দ্রগুলিতে নির্বাচিত উপনির্বাচন হওয়ার কথা। এরমধ্যে খড়দহ ও গোসাবা কেন্দ্রে তৃণমূলের বিজয়ী বিধায়ক কাজল সিনহা ও জয়ন্ত নস্করের মৃত্যু হয়েছে। এবং বাকি তিনটি কেন্দ্রে বিধায়করা ইস্তফা দিয়েছেন। এর আগে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে একই দাবি নিয়ে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা।