দেশ বিভাগে ফিরে যান

বিজেপি সরকার দেশের জন্য বিপজ্জনক: তৃণমূল

August 6, 2021 | < 1 min read

মোদী সরকার দেশের মানুষের জন্য বিপজ্জনক, আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বললেন সাংসদ কাকলী ঘোষদস্তিদার এবং সুখেন্দু শেখর রায়। সংসদে বিজেপি সরকার সমস্ত বিল বুলডোজ করে পাস করাচ্ছে, কোন আলোচনা অবকাশ থাকছেনা, অভিযোগ করেন তারা।

রাজ্য সভায়, ৮ দিনে ১২টা বিল পাস করানো হয়েছে, বিল প্রতি আলোচনা হয়েছে ১৩ মিনিট মত। অন্যদিকে, লোকসভায়, ৬ দিনে ১৩টা বিল পাস করানো হয়েছে, বিল প্রতি আলোচনা হয়েছে ৮ মিনিট মত, জানান কাকলী। বলেন, সপ্তদশ লোকসভায় গত ডিসেম্বর অবধি মাত্র ১১% বিল স্ক্রুটিনির জন্য কোনও কমিটির কাছে গেছে। ষোড়শ লোকসভায় সংখ্যাটি ছিল ২৫%, পঞ্চদশ লোকসভায় ৭১% এবং চতুর্দশ লোকসভায় ৬০%, জানানো হয় আজকের বৈঠকে।


আজ বৈঠকে জানানো হয়, অর্ডিন্যান্স পাস করতে জুড়ি মেলা ভার এই বিজেপি সরকারের। সপ্তদশ লোকসভায় প্রতি ১০ বিল প্রতি ৩.৭টি করে অর্ডিন্যান্স পাস করাচ্ছে সরকার। ষোড়শ লোকসভায় সংখ্যাটি ছিল প্ৰতি ১০ বিল প্রতি ৩.৫টি করে অর্ডিন্যান্স। অন্যদিকে স্বাধীনোত্তর পরের ৩০ বছর, প্ৰতি ১০ বিল প্রতি ১টি করে, এবং তার পরের ৩০ বছর প্ৰতি ১০ বিল প্রতি ২টি করে অর্ডিন্যান্স পাস হয়েছে।

৭৮২ দিন ধরে নিবাচন করা হচ্ছে না লোকসভার ডেপুটি স্পিকার পদে। এই নিয়েও অভিযোগ করা হয় আজকের সাংবাদিক বৈঠকে।

বিস্তারিত আছে..

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Sukhendu Sekhar Ray, #Dr Kakoli Ghosh Dastidar

আরো দেখুন