রাজ্য বিভাগে ফিরে যান

প্রতারণার অভিযোগ বিজেপি নেতা জয়প্রকাশের বিরুদ্ধে

August 6, 2021 | < 1 min read

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের (Jayprakash Majumdar) নামে গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিধাননগর উত্তর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান বাগদার এক বাসিন্দা। অভিযোগকারী অরূপরতন রায় পুলিসকে লিখিতভাবে জানান, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে তাঁকে গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন জয়প্রকাশবাবু।

গত ১২ জানুয়ারি তিনি বিজেপি (BJP) নেতাকে ৪ লক্ষ ২০ হাজার টাকা দেন। অভিযোগ, টাকা নিলেও বিজেপি নেতা প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এবিষয়ে জয়প্রকাশবাবু জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন অরূপরতন। একাধিকবার টাকা চেয়ে এই ব্যক্তি তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্তা করেন বলেও অভিযোগ বিজেপি নেতার।

বিষয়টি নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Jayprakash Majumder

আরো দেখুন