রাজ্য বিভাগে ফিরে যান

গঠন হচ্ছে ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভা, বিজ্ঞপ্তি নবান্নের

August 6, 2021 | < 1 min read

রাজ্যে এখনও পুরসভা নির্বাচন বাকি। কবে হবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তার মধ্যেই রাজ্যে তৈরি হতে চলেছে আরও দুটি পুরসভা (New Municipality)। এই নিয়ে নবান্ন (Nabanna) থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উত্তরের দুই জেলায় এই নতুন পুরসভা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই শুরু হয়ে গিয়েছে সীমানা পুনর্বিন্যাসের কাজ। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরের ময়নাগুড়ি এবং ফালাকাটায় দুটি পুরসভা তৈরি হচ্ছে। এখানের আরও উন্নময়নের জন্যই তা করা হচ্ছে বলে খবর। তাই জারি হয়েছে বিজ্ঞপ্তি। সীমানা পুনর্বিন্যাসের কাজও শুরু হয়ে গিয়েছে বলেও খবর। ইতিমধ্যেই ১১২টি পুরসভায় ভোট বাকি রয়েছে। নতুন দুটি পুরসভা হলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১১৪টিতে। অনেকেই মনে করছেন পুরভোট হতে পারে নভেম্বর মাসে।

তবে রাজ্য সরকার চাইছে উপনির্বাচনের পরই হোক পুরসভা নির্বাচন। এখন রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উপনির্বাচন চান মুখ্যমন্ত্রী। পাল্টা বিজেপি পুরভোটের দাবি তুলেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, ‘‌আমার নির্বাচন করতে কোনও ভয় নেই। আমরা তৈরি। কিন্তু ৭টা উপনির্বাচন বাকি আছে। এটা নির্বাচন কমিশন করলে বাদ বাকি করে নেব। এই জন্য চিন্তা করতে হবে না।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #New Municipality

আরো দেখুন