মমতার পাশেই শিল্পী-বুদ্ধিজীবীরা, ফের একবার বললেন শাবানা
গত ২৯ জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে থাকাকালীন শাবানা আজমি ও জাভেদ আখতারের সঙ্গে দেখা করেছিলেন। এবার শাবানা কলকাতায় এসেছেন। পাঁচতারা হোটেলেএকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। একগাল হেসে শাবানা বলছিলেন, ‘এবার দিদির সঙ্গে দেখা করা সম্ভব হল না।’ দিল্লিতে জাভেদ-শাবানার সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ স্লোগান নিয়ে জাভেদ আখতারকে গান লিখতে অনুরোধ করেন। জাভেদ আখতার কি সেই গান লেখা শুরু করেছেন? ‘এটা আপনি দিদি আর জাভেদজিকেই জিজ্ঞাসা করুন’, হাসতে হাসতে বলছিলেন শাবানা। কেন্দ্রে বিরোধী শক্তি হিসেবে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ হিসেবে দেখতে চান? শাবানার সরাসরি উত্তর, ‘দেখুন লোকসভায় যে পার্টি গরিষ্ঠতা পায়, তারা ঠিক করে কে প্রধানমন্ত্রী হবেন।
দিদি বিরাট পদক্ষেপ নিয়েছেন। আমরা সকলে ওঁর সঙ্গে রয়েছি। দেশের শিল্পী, বুদ্ধিজীবীরা ওঁর পাশে রয়েছেন। আজকে দিদি যা করছে, আমরা সকলে মিলে সেই কাজটাই করতে চাই। এটা কোনও পার্টির বিষয় নয়। গোটা দেশের বিষয়।’
শহরের একটি পাঁচতারা হোটেলে ১৪ বছর বয়সি বৃষা জৈনের বই উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি।
মহামারীর পরিস্থিতিতে প্রতিটা দিন কেমন করে কাটিয়েছে এই দশম শ্রেণির ছাত্রী, সেইসব কথাই লেখা রয়েছে ‘দ্য ইয়ার দ্যাট ওয়াজ ন’ট—দ্য ডায়েরি অব আ ১৪ ইয়ার ওল্ড’ শীর্ষক এই বইতে। অনুষ্ঠানে বৃষা মহামারীতে জর্জরিত দেশবাসীর সমস্যার কথা তুলে ধরছিলেন, তাই শুনে মুগ্ধ শাবানা। তিনি বলছিলেন, ‘এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার ছিল। কিন্তু এটা বাদ দিয়ে অন্যসব বিষয়ে আলোচনা হয়। খুবই আফসোসের বিষয়।’