রাজ্য বিভাগে ফিরে যান

বিদ্যুৎ সংশোধনী বিলের প্রতিবাদে মোদীকে চিঠি মমতার

August 7, 2021 | < 1 min read

সংসদের চলতি অধিবেশনে বিদ্যুৎ সংশোধনী বিল (Electricity Amendment Bill) পেশ করতে পারে মোদী সরকার। এই সম্ভাবনার কথা সামনে আসতেই ফের এই সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এতে রাজ্যগুলির অধিকারকে নস্যাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর। তিনি লিখেছেন, ‘জনগণের স্বার্থবিরোধী এই বিল। বিদ্যুৎ সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত।’ তাই মুখ্যমন্ত্রীর দাবি, বিল আনার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনায় বসা উচিত কেন্দ্রের।

বিদ্যুৎ যেখানে সংবিধানের যৌথ তালিকাভুক্ত, সেখানে কেন্দ্রের এই ধরনের একতরফা পদক্ষেপ প্রবল স্বৈরাচারী ও রাজ্য সরকারের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছে শাসক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Narendra Modi, #Mamata Banejee, #Electricity Amendment Bill

আরো দেখুন