খেলা বিভাগে ফিরে যান

জগৎসভায় ভারতের মুখ উজ্জ্বল করে স্বর্ণ পদক জিতলেন নীরজ

August 7, 2021 | 2 min read

টোকিও অলিম্পিক্সের অ্যাথলেটিক্সে ভারতের জন্য স্বর্ণ পদক জিতলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এই প্রথমবার তিনি অলিম্পিক্সের আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। কোয়ালিফিকেশন রাউন্ডের পারকফর্ম্যান্স দিয়ে দেশবাসীর প্রত্যাশা কয়েকগুন বাড়িয়ে দিয়েছিলেন তিনি। আর আজ তাক লাগিয়ে ইতিহাস সৃষ্টি করলেন।

যোগ্যতা অর্জন পর্বে এক নম্বরে থেকে ফাইানালের টিকিট নিশ্চত করেন নীরজ। এবার লড়াই শুরু ফাইনালের। উল্লেখ্য, নীরজের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮৮.০৭ মিটার। কোয়ালিফিকেশন রাউন্ডে নীরজ প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

ফাইনালের প্রথম রাউন্ড: প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়লেন নীরজ, যা তাঁর কোয়ালিফিকেশন রাউন্ডের পারফর্ম্যান্সের থেকেও অনেক ভালো। প্রথম প্রচেষ্টায় নীরজ চোপড়া রইলেন এক নম্বরে। জার্মানির জুলিয়ান ওয়েবার রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ৮৫.৩০ মিটার থ্রো করেছেন। এটি তাঁর মরশুমের সেরা পারফর্ম্যান্স। তৃতীয় স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজচ। তিনি ৮৩.৯৮ মিটার ছুঁড়েছেন। 

ফাইনালের দ্বিতীয় রাউন্ড: দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছুঁড়লেন ৮৭.৫৮ মিটার। দ্বিতীয় রাউন্ডের শেষেও এক নম্বরে রইলেন নীরজ। প্রথম তিনে কোনও বদল হয়নি। জুলিয়ান এবং জকুব নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করতে পারেননি। আর্শাদ ফাউল থ্রো করেন।

ফাইনালের তৃতীয় রাউন্ড: তৃতীয় প্রচেষ্টায় ৭৬.৭৯ মিটার ছুঁড়লেন নীরজ, যা প্রথম দু’টি প্রচেষ্টার থেকে অনেক কম। যদিও দ্বিতীয় রাউন্ডের ৮৭.৫৮ মিটারই তাঁর সেরা প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হয়ে রইল। অর্ধেক ইভেন্ট শেষ। তিন রাউন্ডের শেষে নীরজই রইলেন এক নম্বরে। চেক প্রজাতন্ত্রের ভিতেজস্লাভ ভেসেলি ৮৫.৪৪ মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। এটি তাঁর মরশুমের সেরা পারফর্ম্যান্স তিন নম্বরে নেমে যান জুলিয়ান। পাকিস্তানের আর্শাদ ৮৪.৬২ মিটার ছুঁড়ে চার নম্বরে উঠে আসেন।

ফাইনালের চতুর্থ রাউন্ড: চতু্র্থ প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ। যদিও এক নম্বরে থেকে যেতে অসুবিধা হয়নি তাঁর। বাকিরা কেউ নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করতে পারেননি।

ফাইনালের পঞ্চম রাউন্ড পঞ্চম প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ। তার পরেও তিনি এক নম্বরে টিকে।

নীরজ চোপড়াকে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Neeraj Chopra

আরো দেখুন