দুয়ারে ‘শিক্ষার পরশ’, এবার আপনার পাড়াতেই পৌঁছে যাবে স্কুল
দুয়ারে স্কুল! করোনার কারণে এখনও স্কুল বন্ধ। তাই এবার ছাত্র-ছাত্রীদের কাছেই বিদ্যালয়কে তুলে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা শিক্ষা দফতর। শুক্রবারই ‘শিক্ষার পরশ’ (sikhar porosh) নামে একটি ভ্রাম্যমান বাসের উদ্বোধন করলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, ‘শিক্ষার পরশ’ নামে এই ভ্রাম্যমান বাসের মাধ্যমেই শিক্ষার বিভিন্ন সামগ্রী সহ শিক্ষকেরা জেলার ছাত্র-ছাত্রীদের দ্বারে-দ্বারে গিয়ে শিক্ষা প্রদান করবেন। মূলত জেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
তিনি বলেন, ”শিক্ষার পরশ’ নামে ভ্রাম্যমান বাসটিতে বই-পত্র সহ শিক্ষার বিভিন্ন সামগ্রী থাকবে। এছাড়া থাকবেন দুজন করে শিক্ষক। তাঁরা জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে পাঠদান করবেন।’
যদিও করোনা মহামারীর জেরে গত বছর থেকে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সমস্ত শ্রেণির ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস করানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অনলাইন ক্লাস করার জন্য সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের ট্যাবও দেওয়া হয়েছে। কিন্তু এখনও অনেক জেলারই প্রত্যন্ত এলাকার মানুষেরা অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা থেকে অনেক দূরে রয়েছেন। ইন্টারনেট পরিষেবা পৌঁছলেও তা ঠিকমতো ব্যবহার করা বা অনলাইন ক্লাস করার পদ্ধতি সম্পর্কে তাঁরা অজ্ঞ। তাই সেই সমস্ত এলাকার ছাত্র-ছাত্রীদেরই হাতে-কলমে শিক্ষা দিতে চালু করা হল ‘শিক্ষার পরশ’।