রাজ্য বিভাগে ফিরে যান

টিকাকরণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা

August 9, 2021 | < 1 min read

টিকাকরণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলা। ৯০ লক্ষ রাজ্যবাসীকে টিকার (Covid Vaccine) দুটি ডোজই দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৩ লক্ষই কলকাতাবাসী। সম্পূর্ণ টিকাকরণে বাংলার থেকে এগিয়ে রয়েছে একমাত্র মহারাষ্ট্র।

আগস্টে টিকার দ্বিতীয় ডোজের আকাল থাকা সত্ত্বেও মে, জুন, জুলাই মাসের টিকার বাড়তি ডোজ বাঁচিয়ে টিকাকরণে দেশের অন্যান্য রাজ্যকে পিছনে ফেলেছে বাংলা। ১৯ জুলাই থেকে দ্বিতীয় ডোজের সরবরাহ কমতে থাকে রাজ্যে। তার আগে প্রথম ডোজের থেকেও বেশি পরিমাণে দ্বিতীয় ডোজ সরবরাহ করছিল কেন্দ্র। ১৭ জুলাই যেখানে ২.২ লক্ষ দ্বিতীয় ডোজের টিকাকরণ হয়েছিল, সেখানে প্রথম ডোজের টিকাকরণ হয়েছিল ১.৬ লক্ষ। এর আরও একটা বিশেষ কারণ কলকাতা পুরসভার ক্লিনিক এবং মেগা টিকাকরণ কেন্দ্রগুলিতে ১১-১৭ জুলাই দ্বিতীয় ডোজের টিকাকরণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।

প্রথম ডোজের থেকে দ্বিতীয় ডোজের টিকার বেশি সরবরাহ এপ্রিল থেকে মের মাঝামাঝি অবধি ছিল। করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে অবধি। ১৫ মে থেকে জুন অবধি করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে প্রথম ডোজের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আগে সরবরাহ হওয়া টিকা জমে যাওয়ায় জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ রাজ্য দ্বিতীয় ডোজের ওপর বেশি জোর দেয়। তারপর থেকে আবার প্রথম ডোজে বেশি গুরুত্ব দেওয়া শুরু হয়।

কেন্দ্রীয় সরকারের Co-Win অ্যাপের তথ্য অনুযায়ী গত সপ্তাহে রাজ্যে তিনদিন দৈনিক ৪ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। ২ আগস্টে সর্বাধিক ৪.৪ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। ৩.৫ লক্ষ জনকে প্রথম ডোজ এবং ৮৩,১৩৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। একইভাবে ৩ এবং ৫ আগস্ট ৪ লক্ষের বেশি মানুষ রাজ্যে টিকা পেয়েছেন। গোটা দেশেই আগস্ট মাসে দ্বিতীয়র থেকে বেশি প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #vaccine, #covid vaccine, #Covid Vaccination

আরো দেখুন