খেলা বিভাগে ফিরে যান

বিগত অলিম্পিকের অর্থ পুরস্কার এখনও পাননি হরিয়ানার বিজয়ী অলিম্পিয়ানরা

August 9, 2021 | < 1 min read

টোকিও অলিম্পিকে ভারতের জয় জয়াকার। কিন্তু এখনও প্রাপ্য অর্থ পুরস্কারের আশায় দিন গুনছেন গতবারের অলিম্পিক জয়ীরা। বিগত অলিম্পিকের (Olympic) সময় বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল হরিয়ানার (Haryana) বিজেপি সরকার। কেটে গেছে চার চারটে বছর। এখনও সেই পুরস্কার এসে পৌঁছয়নি খেলোয়াড়দের হাতে।

সোনপাতের সোনাম মালিকের বাবা রাজেন্দ্র মালিকে বক্তব্য, এ বছরের অলিম্পিক প্রতিযোগীদের রাজ্য সরকার ৫ লক্ষ টাকা দিলেও গতবারের অলিম্পিকের ঘোষিত অর্থপুরস্কার এখনও দেয়নি সরকার। গত বছরের ২৫ লক্ষ টাকা এখনও বাকি। জিন্দের অংশু মালিকেরও ২০ লক্ষ টাকা এখনও পাওনা।

শুটার মানু ভাকেরের বাবা রামকৃষ্ণ ভাকের বলেন, ২০ টি আন্তর্জাতিক পদক জেতার পরেও মানুর কয়েক বছর ধরে রাজ্য সরকারের ঘোষিত অর্থ পুরস্কার পাওনা। এবছরেও অলিম্পিকের শেষে অন্তত পাওনা মিটিয়ে দেওয়া হোক।

২০ কিমি পায়ে হাঁটা প্রতিযোগীতায় অংশ নেওয়া খেলোয়াড় সন্দীপ পুনিয়াও প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে হরিয়ানা ক্রিড়া দপ্তরের প্রধানকে চিঠি লিখেছেন। শুধু তাই নয়, সূত্রমতে কমনওয়েলথ এবং এশিয়াড গেমসের অর্থ পুরস্কারও এখন অবধি পাওনা খেলোয়াড়দের।

এবিষয়ে দুবছর আগে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সদ্য সোনা জয়ী নিরজ চোপড়া। লিখেছিলেন, যা প্রতিশ্রুতি দিচ্ছেন তা পালন করুন। তাহলে আমাদের খেলোয়াড়রা এইসব ছেড়ে খেলায় মননিবেশ করতে পারবেন এবং আগামী অলিম্পিকে দেশের নাম উজ্জ্বল করতে পারবেন।

ক্রীড়া খাতে বাজেট বাড়ানোর পক্ষে বার বার সওয়াল করেছেন বিরোধীরাও। কিন্তু বরাবরই মৌনতা বজায় রেখেছে কেন্দ্র। এখন প্রশ্ন উঠছে দেশের এই কৃতী সন্তানরা দেশের পতাকার মান রাখলেও তাঁদের মান কি সত্যিই রাখতে পারছে দেশ?

TwitterFacebookWhatsAppEmailShare

#olympics, #Haryana

আরো দেখুন