দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, সংসদে বিক্ষোভ দলের

August 9, 2021 | < 1 min read

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণের প্রতিবাদে এবার সংসদে সরব হল দল। আজ সোমবার সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনে ওই ঘটনার প্রতিবাদ করেন তৃণমূলের সাংসদেরা। পরে সংসদের ভিতরেও এ নিয়ে কেন্দ্রের ব্যাখ্যা চাইবে তৃণমূলের সংসদীয় দল। তাদের অভিযোগ, ত্রিপুরায় বিজেপি সরকার যা করছে তাতে কেন্দ্রের মদত রয়েছে।

তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তৃণমূলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ভেস্তে দিতে হিংসার আশ্রয় নেওয়া হয়েছে। বিদ্বেষের মাধ্যমে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালীন আমরা চুপচাপ বসে থাকতে পারি না।”

দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “পেগাসাস নিয়ে সংসদের ভিতরে প্রতিবাদ চলছে। ত্রিপুরায় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যা হয়েছে, তা নিয়েও সংসদে প্রতিবাদ হবে।” সেই মত আজ সকাল সাড়ে দশটায় দুই কক্ষের তৃণমূল সাংসদেরা হাজির হন গাঁধী মূর্তির সামনে।

শনিবার দলের নেতাকর্মীদের উপর ‘হামলা’র পরই বিষয়টি নিয়ে কঠোর মনোভাব নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য থেকে তৃণমূল সরবে না। রবিবার সকালে আগরতলায় পৌঁছে গ্রেফতার হওয়া দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জামিনে মুক্ত দলের নেতাদের সঙ্গে নিয়ে ত্রিপুরা থেকে ফেরার আগে অভিষেক হুঁশিয়ারি দেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রী যদি ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখতে পারবেন বলে ভেবে থাকেন, তা হলে মূর্খের স্বর্গে বাস করছেন। ১৭ মাস পরে আর তাঁর সরকার থাকবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #Parliament, #tripura, #tmc

আরো দেখুন