হুগলির ‘কৃষক বন্ধু’র উপভোক্তারা পেলেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
‘দুয়ারে সরকারে’ নাম নথিভুক্ত করা রাজ্যের কৃষকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হল। সোমবার হুগলির সিঙ্গুর কৃষি দফতর অফিসের উদ্যোগে ‘কৃষক বন্ধু’ আওতায় উপভোক্তাদের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। শুভেচ্ছা বার্তা দেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, সিঙ্গুর ব্লকে প্রায় ২৩ হাজার ‘কৃষক বন্ধু’ প্রকল্পে টাকা পেয়েছেন।
পাশাপাশি ‘প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি’ আওতায় উপভোক্তা কৃষকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও তুলে দেওয়া হয়। এরপর নতুন করে ১৬ই অগাস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে ‘দুয়ারে সরকার’ চালু হবে। সেখান থেকেও ফের ‘কৃষক বন্ধু’-র ফর্ম ফিলাপ শুরু হবে। তবে মন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রীর কৃষক সন্মান নিধির জন্য দরখাস্ত জমা দিলেও রাজ্যের অধিকাংশ কৃষকদের টাকা দেওয়া হচ্ছে না।