দেশ বিভাগে ফিরে যান

‘মডেল’ রাজ্যের রাস্তার বেহাল দশা, গর্তে ফাঁসল রাজ্য সরকারের প্রচার গাড়ী

August 10, 2021 | < 1 min read

‘উত্তরপ্রদেশ দেশের ১ নম্বর রাজ্য’। বিধানসভা ভোটের আগে এভাবেই প্রচার চালাচ্ছে যোগী সরকার। কিন্তু সেই প্রচার গাড়ীই ফেঁসে গেল উত্তরপ্রদেশের ভাঙা রাস্তায়। এই নিয়ে হাসির রোল নেট পাড়ায়।

উত্তরপ্রদেশের উন্নয়নের ‘ছবি’ তুলে ধরে বার বারই উত্তরপ্রদেশকে দেশের ‘মডেল স্টেট’ হিসেবে প্রমাণ করতে চেয়েছে বিজেপি। বিভিন্ন রাজ্যের ভোটের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তারকা প্রচারকও করা হয়েছে। কিন্তু বার বারই গোটা দেশের সামনে এসেছে উত্তরপ্রদেশের শাসন অব্যবস্থার ছবি।

করোনার মৃতদেহ গঙ্গায় ভাসা থেকে শুরু করে, অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু কিংবা দলিত তরুণীর গণধর্ষণ। বার বারই বেআব্রু হয়েছে উত্তরপ্রদেশ সরকারের অযোগ্যতা। রাস্তার দুরাবস্থা আরও একবার প্রমাণ করল দেশের মধ্যে উত্তরপ্রদেশের অবস্থান আসলে কোথায়! বিজেপি এমন রাজ্যকে দেশের মডেল করতে চায় যার মূল পরিবহন ব্যবস্থা অর্থাৎ সড়ক পথেরই বেহাল দশা! এই প্রশ্নই এখন ঘুরছে নেট পাড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Car, #Roads, #state govt

আরো দেখুন