বিনোদন বিভাগে ফিরে যান

ফারহানের নতুন ছবিতে রোড ট্রিপে যাবেন প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটরিনা

August 11, 2021 | 2 min read

২০০১ সালে তিন বন্ধু পাড়ি দিয়েছিল গোয়া। দর্শক পেয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’-এর মতো ছবি। যে ছবি বলিউডের ইতিহাসে একটি মাইল ফলক বটে! ২০১১ সালে একইভাবে তিন বন্ধু রোড ট্রিপ করেছিল স্পেনে। তৈরি হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। তারপর কেটে গিয়েছে আরও দশ দশটা বছর। এই একই প্রযোজনা সংস্থা এবারে নিয়ে আসছে তিন বান্ধবীর গল্প। ছবির নাম ‘জি লে জরা’। মুখ্য চরিত্রে তিন বান্ধবীর কাস্টিং চমকপ্রদ— প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (priyanka chopra), আলিয়া ভাট (Alia bhatt) ও ক্যাটরিনা কাইফ (Katrina kaif)। ছবির পরিচালক ফারহান আখতার। মঙ্গলবার ‘দিল চাহতা হ্যায়’ ছবিটি মুক্তির ২০ বছর পূর্ণ করল। আর এই বিশেষ দিনেই নতুন ছবির ঘোষণা করা হল। এই ছবি প্রসঙ্গে ট্যুইটারে ফারহান লিখেছেন, ‘পরিচালক হিসেবে আমার নতুন ছবির ঘোষণা করতে পেরে আমি উত্তেজিত। আর ঘোষণা করার জন্য আজকের থেকে ভালো দিন আর হতেই পারে না।’ উল্লেখ্য, পরিচালক হিসেবে ফারহানের শেষ ছবি ছিল শাহরুখ খান অভিনীত ‘ডন ২’। যা মুক্তি পেয়েছিল ২০১১ সালে।

ফারহান ছাড়াও ‘জি লে জরা’র সহ-চিত্রনাট্যকার জোয়া আখতার ও রিমা কাগতি। রিমা পরিচালিত ‘তালাশ’ ছবিতে বিশাল দাদলানির গাওয়া একটি গানের লাইন ধার করেই এই ছবির শিরোনাম রাখা হয়েছে। তবে, এবারে ছবিটি কোন লোকেশনের প্রেক্ষাপটে সাজানো হবে, তা এখনই খোলসা করেননি নির্মাতারা। এই প্রথম প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনার মতো তিন হেভিওয়েট নায়িকা একসঙ্গে কোনও ছবির অংশ হলেন। এ প্রসঙ্গে আর একটি দেখার মতো বিষয় হল— রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা এবং বর্তমান প্রেমিকা আলিয়া একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এই ছবিকে ইতিমধ্যেই চলতি বছরে বলিউডের সবথেকে বড় ছবির ঘোষণা বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। তবে, এই তিন বান্ধবীর বিপরীতে পুরুষ চরিত্র থাকবে কি না সে প্রসঙ্গেও মুখে কুলুপ এঁটেছেন ফারহান। আরও কিছুদিন গেলে হয়তো সেই তথ্য প্রকাশ্যে আসবে। আপাতত জোরকদমে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। ‘জি লে জরা’র শ্যুটিং শুরু হবে আগামী বছর এবং ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালে।   

TwitterFacebookWhatsAppEmailShare

#Priyanka Chopra, #Katrina Kaif, #Alia Bhatt

আরো দেখুন