রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে ইউনিক নম্বর, নতুন গ্রিভান্স সেল – দুর্নীতির সঙ্গে আপসহীন মমতা

August 12, 2021 | < 1 min read

১৬ আগস্ট থেকে দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। তবে আপাতত বন্যা দুর্গত এলাকায় বসছে না দুয়ারে সরকার ক্যাম্প। বন্যা পরিস্থিতির উন্নতি হলে সেই সমস্ত এলাকায়  দুয়ারে সরকারের ক্যাম্প বসবে। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা কাউন্টার থাকছে। ফর্ম ফিলাপের থাকছে বিশেষ নিয়ম।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য নয়া নিয়মকানুন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তিনি জানান, এবার দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা ক্যাম্প থাকছে। সেখান থেকে বিলি হবে ফর্ম। ফর্মে থাকবে ইউনিক নম্বর। সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের কাছে। আর এই নম্বর ছাড়া ফর্ম ফিলাপ করা যাবে না। এদিন সে কথা সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, বাইরে থেকে এই ফর্ম কেনা যাবে না। কোনও সংগঠন যাতে এই ফর্ম নিয়ে বাইরে অর্থের বিনিময়ে বিক্রি করতে না পারেন,তার জন্যই এই ব্যবস্থা।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নয়, কৃষক বন্ধু-স্বাস্থ্যসাথীর ফর্মেও থাকছে ইউনিক নম্বর। আর এ নিয়ে কারোর অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের কাছে জানানো যাবে অভিযোগ। তার জন্য দু’টি নম্বর চালু করছে সরকার। নম্বর দু’টি হল-১০৭০/ ২২১৪-৩৫২৬।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Lakshmir Bhandar

আরো দেখুন