রাজ্য বিভাগে ফিরে যান

ভোট প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলির কাছেই পরামর্শ চাইল কমিশন

August 13, 2021 | < 1 min read

করোনা (Covid 19) আবহে ভোট প্রস্তুতি নিয়ে এবার রাজনৈতিক দলগুলির কাছেই পরামর্শ চাইল নির্বাচন কমিশন (Election Commission)। পাঁচটি রাজ্যের বেশ কিছু কেন্দ্রে বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন বকেয়া। রাজ্যের সাতটি বিধানসভা আসনও রয়েছে সেই তালিকায়। দ্রুত ভোটগ্রহণের জন্য চাপ বাড়াচ্ছে তৃণমূলও। এই পরিস্থিতিতে কীভাবে ভোটের আয়োজন করা সম্ভব, তা জানতে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে চিঠি দিল তারা।

৩০ আগস্টের মধ্যে এবিষয়ে মতামত জমা দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা আবহে প্রচার, নিরাপদে ভোট আয়োজনের ব্যাপারে কমিশন ইতিমধ্যে বিভিন্ন বিধিনিষেধ ও নির্দেশিকা জারি করেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলির আরও মতামত এবং পরামর্শ প্রয়োজন। তার ভিত্তিতেই কমিশন সাধারণ নির্বাচন ও উপনির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে বলে চিঠিতে জানানো হয়েছে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। আমরা আমাদের মত চিঠি দিয়ে জানিয়ে দেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #West Bengal Election 2021

আরো দেখুন