গত ২৪ ঘন্টায় কমল দৈনিক কোভিড সংক্রমণ, স্বস্তি বাংলায়
রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ। মিলছে সুফলও। শুক্রবারের পর শনিবার আরও কমল রাজ্যের দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। তবে বাড়ল মৃত্যু। পর্যটকদের চিন্তা বাড়িয়ে দৈনিক মৃত্যুর নিরিখে একনম্বরে দার্জিলিং (Darjeeling)। এদিকে সংক্রমণের নিরিখে শীর্ষেই উত্তর ২৪ পরগনা। সবমিলিয়ে রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতির উন্নতি হলেও প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে কয়েকটি জেলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭০৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময় সুস্থ হয়েছেন ৭২১ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.১৬ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে এ জেলায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (৮২)। চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সংক্রমণও (৭৯)। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি এবং নদিয়ার দৈনিক সংক্রমণও চিন্তা বাড়াচ্ছে। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। তাঁদের মধ্যে ১৫ লক্ষ ৯ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় কোভিড জয় করেছেন ৭২১ জন। স্বাস্থ্যদপ্তরকে স্বস্তি দিয়েছে সংক্রমণের হার। এদিনও রাজ্যে করোনা সংক্রমণের হার ১.৬৩ শতাংশ।
এদিকে রাজ্যে এক ধাক্কায় বেড়েছে করোনায় মৃত্যু। একদিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন দার্জিলিংয়ের বাসিন্দা। ৩ জন জলপাইগুড়ির বাসিন্দা। বাকিরা উত্তর ২৪ পরগনা (২), কলকাতা (১), হুগলি (১)-বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৩ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে রাজ্যে করোনা পরীক্ষার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৩ লক্ষ ৪৪ হাজার ৩৩ জন।