দেশ বিভাগে ফিরে যান

টাটা গোষ্ঠীর সমালোচনা করে নেট দুনিয়ায় নিজেই সমালোচিত পীযূষ গোয়েল

August 14, 2021 | 2 min read

সামাজিক মাধ্যমে ফের সমালোচিত বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। বৃহস্পতিবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) আয়োজিত একটি অনুষ্ঠানে পীযূষ গোয়েল টাটা গোষ্ঠীর (TATA Group) সমালোচনা করে বলেন যে অনেক বড় বড় দেশীয় ব্যবসা জাতীয় স্বার্থকে উপেক্ষা করেছে। ই-কমার্সের জন্য প্রস্তাবিত নীতি পরিবর্তনে টাটা গোষ্ঠীর আপত্তিতে তিনি বিরক্ত। আরও বিস্তৃতভাবে বলেন যে ব্যবসাগুলির কেবল মুনাফার দিকে মনোনিবেশ করা উচিত নয় এবং তারা কোনভাবেই জাতীয় আইনকে উপেক্ষা করতে পারে না।

এই মন্তব্যেই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। আর এতেই বিপাকে পড়েছে কেন্দ্রীয় সরকার। দ্য হিন্দুতে প্রকাশিত খবর অনুযায়ী পীযূষ গোয়েলের মন্তব্য সম্পর্কিত সব পোস্ট এবং ভিডিওগুলিকে সিআইআইকে ব্লক করার নির্দেশ দিয়েছে সরকার। সাংবাদিক সম্মেলনের সেই ভিডিও-র দুটি লিঙ্কের একটিকে ব্যক্তিগত এবং অপরটিকে ব্লক করা হয়েছে। সিআইআই বা পীযূষ গোয়েল কেউই এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী এ বিষয়ে বলেন, ‘শিল্পের অধিনায়কদের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এবং তাদের কাজকে জাতির স্বার্থের বিরুদ্ধে বলা হয়েছে তা লজ্জাজনক। ভিডিও মুছে দিয়ে তাঁকে সাহায্য না করে সিআইআই- এর ক্ষমা দাবি করা উচিৎ।’

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে টুইট করে গোয়েলের মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন।

কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ টুইটে লেখেন, ‘ভারতীয় শিল্পের ওপর পীযূষ গোয়েলের অকথ্য আক্রমণে আমি একেবারে হতবাক। প্রথমে, তিনি নিশ্চিত করেছেন যাতে রাজ্যসভা কোন কাজ করতে না পারে, আর এখন এই উদ্ভট মন্তব্য! সরকারের অনুমতি ছাড়া এরকম কথা তিনি বলতে পারতেন না, তাই না?’

গতমাসে রয়টার্সের একটি রিপোর্টে সামনে আসে যে ই-কমার্সের জন্য প্রস্তাবিত নীতি পরিবর্তনের বিরুদ্ধে জুলাইয়ের বৈঠকে সবচেয়ে জোড়ালো কন্ঠস্বর ছিল টাটা গোষ্ঠীর। তারা নীতি পরিবর্তনের বিরোধীতা করে বলে যে নীতি পরিবর্তন হলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের যৌথ অংশীদার যেমন স্টারবাক্স এই নীতিতে দেশে পণ্য বিক্রি করতে পারবে না। আর এরপরেই মন্তব্য করেন গোয়েল। সুত্রমতে সিআইআই- এর অনুষ্ঠানে গোয়েল বলেছেন টাটার এই আপত্তিতে তিনি দুঃখ পেয়েছেন। সেকথা তিনি টাটা সন্সের কর্ণধার এন চন্দ্রসেকারানকে জানিয়েছেন।

এছাড়াও এদিন গোয়েল বিদেশী বিনিয়োগের নিয়মকে উপেক্ষা করার জন্যে অ্যামাজন, ফ্লিপকার্টেরও নিন্দা করেছেন। এই সপ্তাহেই তিনি এই দুই কোম্পানির বিরুদ্ধে অবিশ্বাস তদন্তের কোর্টের নির্দেশের পক্ষে সংসদে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।

সিআইআইও গোয়েলের পক্ষে সওয়াল করে বলে, এটা দুর্ভাগ্যজনক যে টাটা সরকারের নিয়মের বিরোধীতা করছে।

প্রসঙ্গত, ১৫৩ বছরের পুরনো সংস্থা টাটা গোষ্ঠী একটি শপিং অ্যাপ লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে যা তাদের বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ডকে একীভূত করবে। কিন্তু ইকমার্স নীতি পরিবর্তনের কথায় তারা ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Piyush Goyal

আরো দেখুন