REKKA – হালকা আঁচে গরমাগরম রহস্য পরিবেশন করে জমিয়ে দিলেন সৃজিত
গ্রামের নাম সুন্দরপুর। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই গ্রামটি নিঃস্পন্দন বলাই চলে। কিন্তু জনমানসে বহুল পরিচিত এই সুন্দরপুর। সৌজন্যে একটি ডাকসাইটে রেস্তোরাঁ, যেখানকার খাবার এতটাই সুস্বাদু যে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানকার খাবার খেতে। আর এই রেস্তোরাঁর নামটিও খাসা – রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। যার হাতের জাদুর সুবাদে রেস্তোরাঁর এত নামডাক, সেই রহস্যময়ী মহিলাকে ঘিরেই আবৃত গল্পের প্যাঁচ-পয়জর।
মোহম্মদ নাজিমুদ্দিনের লেখা বহুল চর্চিত ও জনপ্রিয় রহস্য উপন্যাসকে পর্দায় প্রাণ দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। হালকা আঁচে, কষিয়ে তোফা রান্না করেছেন এই রহস্য আখ্যান। লাস্যময়ী মুশকান জুবেরী – যাকে কেন্দ্র করে পুরো গল্প, পেঁয়াজের খোসার মত এক এক করে নিরাবৃত করেছেন তাঁর চরিত্রের। মোট নয়টি পর্ব রয়েছে সিরিজে। একেকটির দৈর্ঘ্য ২৫-৩০ মিনিট। খুব দীর্ঘ নয়। আর প্রত্যেকটি এপিসোডের শেষ (এমনকি সিরিজেরও) ক্লিফহ্যাঙ্গারে, যা জিইয়ে রাখবে দর্শকের কৌতূহল।
মুশকান জুবেরী। রহস্যময়ী এই মহিলার জীবনজুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাসাদপম অট্টালিকায় তিনি থেকে থেকেই গেয়ে ওঠেন তাঁর গান। যেন কবির কথায় ব্যক্ত করতে চাইছেন নিজের মনের কথা। সাধ করে নিজের রেস্তোরাঁর নামেও রেখেছেন রবি ঠাকুরের ছাপ। আর এই রেস্তোরাঁকে ঘিরেই ঘনিয়েছে রহস্যের কালো মেঘ। যার টানে ছুটে এসেছেন নিরুপম চন্দ। জুটিয়েছেন এক সঙ্গীকেও – সুন্দরপুরের ‘বিবিসি’ আতর আলী। মুশকান জুবেরীর অতীতের কোন অজানা সত্য উদ্ঘাটন করবেন নিরুপম? জানতে হলে দেখতে হবে হইচই এর এই নতুন ওয়েব সিরিজ।
অনিবার্ণ ভট্টাচার্য, রাহুল বোস, অঞ্জন দত্ত, আজমেরী হক বাঁধনের মতো একাধিক দক্ষ অভিনেতাদের কৌশলে বইয়ের পাতার চরিত্রগুলি হয়ে উঠেছে জীবন্ত। রহস্যের ঠাসবুনোট আর পরিচালকের কেতাদুরস্ত সংলাপ দর্শকদের মন জয় করতে বাধ্য। অভিনেত্রী আজমেরীর চলন-বলন, সংলাপ জুড়ে রয়েছে চমক। যেন এই চরিত্রটি তাঁকে মাথায় রেখেই লেখা হয়েছে। নিরুপম হিসেবে রাহুল বোস পরিমিত অভিনয় করে তাঁর অসাধারন স্ক্রিন প্রেজেন্সের ছাপ রাখেন। পার্শ্বচরিত্র হলেও আতর আলী হিসেবে মন ছুঁয়ে যান অনির্বাণ। মনেই হবে না আমরা কোনও অভিনেতাকে দেখছি।
এই সিরিজের অন্যতম প্লাস পয়েন্ট হল আলোর খেলা ও চিত্রগ্রহণ। আলো-আঁধারির লুকোচুরি খেলা, কুয়াশাচ্ছন্ন রাতে কবর খোঁড়া কিংবা মুশকানের ‘মহলের’ অন্তর্দৃশ্য বাস্তবায়ন – মুন্সিয়ানার ছাপ রেখেছেন পরিচালক। সিরিজের শেষ দিকে রহস্য উন্মোচনের সময় অতীতের একটি প্লেন ক্র্যাশ ও তারপরের ঘটনাপ্রবাহ কোনও অংশেই বিদেশী প্রোডাকশনের তুলনায় কম নয়। মেকআপেও নিজের অসামান্যতার পরিচয় দিয়েছেন সোমনাথ কুণ্ডু।
সুন্দরপুরের এই রেস্তোরাঁর সাথে মাচু পিচুর কী সম্পর্ক? মুশকান জুবেরী কি ডাইনি? নিরুপম চন্দ কি স্রেফ সাংবাদিকতার কাজে সুন্দরপুর এলেন? আইনের ফাঁসে ধরা পড়বেন কি মুশকান? এইরকম আরও অনেক প্রশ্নের জবাব পেতে দেখতেই হবে হইচই এর নতুন কেউ ওয়েবসিরিজ।