উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পুজোর ছুটিতে টয় ট্রেনেই যেতে পারবেন শিলিগুড়ি থেকে দার্জিলিং

August 14, 2021 | 2 min read

সবকিছু ঠিকঠাক থাকলে পুজোয় শিলিগুড়ি থেকে দার্জিলিং(Siliguri-Darjeeling) পর্যন্ত পূর্ণাঙ্গ রুটে চলবে টয় ট্রেন(Toy Train)। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে কু-ঝিকঝিক শব্দে সমতল থেকে শৈলশহরে পৌঁছে যাবেন পর্যটকরা। এই স্বপ্নপূরণের লক্ষ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, করোনা নিয়ে রাজ্য সরকারের কিছু বিধিনিষেধ এখনও বলবৎ রয়েছে। রাজ্য সরকার পরবর্তীতে কী ব্যবস্থা নেয়, তা দেখেই ট্রয় ট্রেন চালুর দিনক্ষণ জানানো হবে। সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত প্রথমে জয়রাইড চালু হবে। পরে যাত্রীসংখ্যা বাড়লে শিলিগুড়ি থেকে দার্জিলিং ধাপে ধাপে টয় ট্রেন চালু করা হবে।

করোনা আবহে পর্যটকদের আনাগোনা কমলেও দার্জিলিংয়ের প্রতি দেশ-বিদেশের  পর্যটকদের আকর্ষণ এতটুকুও কমেনি। হেরিটেজ টয় ট্রেনে চেপে খাদের কিনারা ঘেঁষে পাহাড়ে পৌঁছনোর টানে আজও মুখিয়ে থাকেন পর্যটকরা। এই দিকটি মাথায় রেখেই উত্তর-পূর্ব সীমান্ত রেল টয় ট্রেনকে পুজোর মরশুমের আগেই চালু করতে চাইছে। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ধসের কারণে রেলপথ নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। তারপর লাইন মেরামতি করে  চালু হয়েছিল ‘খেলনা রেল’। কিন্তু, করোনা সংক্রমণ শুরুর পর টয় ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় ডিএইচআর কর্তৃপক্ষ। গত বছরের মার্চ মাসের পর আর শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পূর্ণাঙ্গ রুটে টয় ট্রেন চলেনি।

কিন্তু, টাইগার হিল ও টয় ট্রেনের জন্যই পর্যটকরা বারবার দার্জিলিংয়ে ছুটে আসেন। সেকথা মাথায় রেখেই এবার রেল চাইছে, অক্টোবর মাস থেকে টয় ট্রেন পরিষেবাকে পুনরায় সচল করতে। শুক্রবার শিলিগুড়িতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম শুভেন্দ্রকুমার চৌধুরী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবর মাস থেকে যাতে টয় ট্রেন চালু করা যায়, তারজন্য আমরা সবরকম চেষ্টা শুরু করেছি। আশা করছি, পুজোর মরশুমেই কোভিড বিধি মেনে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ রুটে টয় ট্রেন পরিষেবা চালু করা যাবে। দীর্ঘদিন এই রেলপথে অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় ট্র্যাকে সমস্যা রয়েছে। এ ব্যাপারে সমীক্ষাও করা হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেনের যাত্রাপথের উপর সমীক্ষার রিপোর্ট সেফ্টি অ্যান্ড সিকিউরিটি কমিশন খতিয়ে দেখবে। তারা সবুজ সঙ্কেত দিলেই অক্টোবর থেকে আবার শিলিগুড়ি-দার্জিলিং রুটে টয় ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে।

ডিআরএম বলেন, টয় ট্রেনের আন্তর্জাতিক জনপ্রিয়তা ও দার্জিলিংয়ের প্রতি পর্যটকদের দুর্নিবার আকর্ষণের কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবাকে পুনরায় পুরোদমে সচল করার জন্য উদ্যোগী হয়েছি। সেইমতো আমরা আমাদের কাজ শুরু করেছি। ইউনিসেফের হেরিটেজ শিরোপা ধরে রাখার জন্য টয় ট্রেনকে সচল রাখা আমাদের কাছে খুবই জরুরি। 


রেলকর্তার এমন বক্তব্যের পর উত্তরবঙ্গের ট্যুর অপারেটর থেকে শুরু করে পর্যটকরা আশার আলো দেখছেন। কারণ, পুজোর পাহাড় ভ্রমণে পর্যটকরা আবার কালো ধোঁয়া উড়িয়ে কু-ঝিকঝিক ছন্দে চলা টয় ট্রেনে চেপে পাহাড়ের পাকদণ্ডী বেয়ে পৌঁছে যেতে পারবেন দার্জিলিংয়ে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #Toy Train

আরো দেখুন