← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
স্বাধীনতার ৭৫ বছর – ভারতবর্ষ সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ?
‘Do or Die’ স্লোগান নাথুরাম গডসে দিয়েছিলেন।
এবছর স্বাধীনতার ৫৮ বছর পূর্তি।
১৫ই আগস্ট ‘Indefinite Day’।
চমকে উঠলেন? শুনে অবাস্তব লাগছে তো? কলকাতার রাজপথে মানুষের সাথে কথা বলে আশ্চর্যচকিত হয়ে গেছিল টিম দৃষ্টিভঙ্গিও।
ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা খোঁজ নিতে চেয়েছিলাম আমাদের দেশ সম্পর্কে কতটা জানে কলকাতাবাসী। খোঁজ নিতে গিয়ে এইরকম নানা আজব উত্তর পেল দৃষ্টিভঙ্গি। আপনার জানা আছে এই প্রশ্ন গুলির জবাব? ভিডিওটি দেখে কমেন্টে জানান আমাদের