সুন্দরবনে ভ্যাকসিন অন বোট পরিষেবা চালু হতেই একমাসে প্রায় ১৫ হাজার টিকাকরণ
দ্রুত গতিতে এগোচ্ছে সুন্দরবনের (Sundarbans) দ্বীপাঞ্চলের টিকাকরণ। গোসাবা ও পাথরপ্রতিমার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য যে ভ্যাকসিন অন বোটের (Vaccination on Boat) ব্যবস্থা করা হয়েছে, তাতে ভালোই সাড়া মিলেছে। পরিষেবা চালুর এক মাসে প্রায় ১৫ হাজার মানুষকে এই বোটের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা হয়েছে বলে জানা গিয়েছে।
গোসাবা ব্লকের কুমিরমারি, লাহিড়ীপুর সহ বেশ কয়েকটি দ্বীপের বাসিন্দাদের টিকা দেওয়ার জন্য প্রথম এই পরিষেবা চালু করা হয়। এখানে ৪০ দিনের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আট হাজারের মতো মানুষ টিকা নিয়েছেন। গোসাবায় চালু হওয়ার সপ্তাহখানেক পরে এই পরিষেবা চালু করা হয় পাথরপ্রতিমা ব্লকে। সেখানকার জি প্লট, এল প্লট সহ কয়েকটি দ্বীপাঞ্চলে এই বোট গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করছে। সেখানেও সাড়ে ছয় হাজারের বেশি মানুষ ভ্যাকসিন নিয়ে ফেলেছেন বলে খবর।
সূত্রের খবর, ভ্যাকসিন অন বোটের জন্য দুটি নৌকা চলছে। প্রতিদিন একেকটি ব্লকের জন্য ২০০ টি করে ভ্যাকসিন দেওয়া হয়। সেই হিসেবে এই দুটি ব্লকের দ্বীপের একটা বড় অংশের মানুষ প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। একটা সময় সুন্দরবনের এই সব প্রত্যন্ত অঞ্চলের মানুষদের টিকা নেওয়ার সেরকম ব্যবস্থা ছিল না। অনেকেই আবার টিকার কেন্দ্র দূরে হওয়ায়, সেখানে যেতে অনীহা প্রকাশ করতেন। কিন্তু দুয়ারে ভ্যাকসিন নিয়ে আসার জন্য এই বোটের ব্যবস্থা করে তাদের যাবতীয় সঙ্কোচ দূর করে দিতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন।