দেশ বিভাগে ফিরে যান

পরিকাঠামো উন্নয়নে ১০০ কোটি, পরপর তিন বছর একই প্রতিশ্রুতি দিয়ে হাসির খোরাক মোদী

August 16, 2021 | < 1 min read

দেশের পরিকাঠামো উন্নয়নে ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি মাস্টার প্ল্যান শিগগিরই ঘোষণা করা হবে বলে লালকেল্লা থেকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্পষ্ট করেই এদিন প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো উন্নয়নে জোর দিলে তবেই অর্থনীতির গতিতে নতুন শক্তি সঞ্চারিত হবে।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “অদূর ভবিষ্যতে আমরা গতিশক্তি প্রকল্প আনব। পরিকাঠামোগত উন্নয়নে ১০০ লক্ষ কোটির প্রকল্প হল এই গতিশক্তি। সরকারের এই মাস্টারপ্ল্যানে এগিয়ে যাবে দেশের অর্থনীতি।”

কিন্তু, মোদীর এই বক্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। ২০১৯ এবং ২০২০ সালে ১৫ই আগস্টের ভাষণেও পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটির ‘প্রকল্প’ ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। সেই একই বক্তব্যের পুনরাবৃত্তি হল গতকাল। কিন্তু এর বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার, তা স্পষ্ট করেননি মোদী। কতদিনেই বা সম্পূর্ণ হবে এই উদ্যোগ, দেননি কোনও সময়সীমাও। স্বাভাবিকভাবে মোদীর এই ভাষণ নিয়ে শুরু হয়েছে কটাক্ষ।

কেউ কেউ বলছেন, যে সরকার পড়ুয়াদের বিনামূল্যে পৌষ্টিক প্রাতরাশ দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করতে অপারগ, তারা কোথা থেকে পরিকাঠামো উন্নয়নের টাকা জোগাড় করবেন?

কারও কটাক্ষ, পর পর তিন বছর ১০০ কোটির প্রতিশ্রুতি। তার মানে কি অদূর ভবিষ্যতে পরিকাঠামোয় ৩০০ কোটি টাকা ব্যয় হবে?

একই প্রতিশ্রুতি বারবার দিয়ে হাসির খোরাকে পরিণত হয়েছেন মোদী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Narendra Modi

আরো দেখুন