‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’- মোদীকে কটাক্ষ সায়নীর
স্বাধীনতা দিবসে তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে আসামের বলে ভুল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার তা নিয়েই তাঁর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh)। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নয়া সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ঢঙেই সায়নী বলেন, ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’।
প্রসঙ্গত, ১৫ আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেওয়ার সময় স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন রাজ্যের বীরাঙ্গনাদের কৃতিত্ব স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী। তখনই তমলুকের মাতঙ্গিনী হাজরাকে আসামের বলে বড়সড় ভুল করে বসেন মোদী। তাঁর এই বেফাঁস মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার ব্যঙ্গাত্মক টুইটে তাঁকে বিঁধেছেন সায়নী।
সদ্য মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র পোস্টারটিতে ফটোশপ করে বসানো হয়েছে মোদীর ছবি। সেই সঙ্গে নাম বদলে লেখা হয়েছে ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’। ছবিটি টুইট করে সায়নী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে এটি পেয়েছেন তিনি। এদিন ত্রিপুরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন সায়নী। তার আগে ত্রিপুরায় দলের যুবনেতাদের ওপর হামলার ঘটনায় সরব হন তিনি। টুইটে তীব্র ভর্ৎসনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে।