দেশ বিভাগে ফিরে যান

কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব, আজই যোগ দেবেন তৃণমূলে?

August 16, 2021 | < 1 min read

কংগ্রেস ছাড়লেন অসমের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)। দল ত্যাগ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন তিনি। তার টুইটার বায়োতেও পরিবর্তন করেছেন তিনি। কংগ্রেসের “প্রাক্তন সদস্য” লিখে আজ সকালেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পদত্যাগ করছেন।

তাঁর চিঠিতে সুস্মিতা স্পষ্ট করেননি কেন তিনি কংগ্রেস ছাড়ছেন। তিনি কেবল লিখেছেন যে তিনি “জনসেবার নতুন অধ্যায় শুরু করছেন”। তিনি কংগ্রেসের মহিলা শাখা, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রধান ছিলেন। সূত্রের খবর, তিনি একটি পার্টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে এসেছেন।

এরপরই সুস্মিতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন অসমের প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের কন্যা। উত্তর পূর্বে তৃণমূলের মুখ হিসেবে তুলে ধরা হতে পারে তাঁকে।

সুস্মিতা প্রায় তিন দশক ধরে কংগ্রেস করছেন। ষোড়শ লোকসভায় তিনি শিলচরের প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখ্য, সম্প্রতি দিল্লির নির্যাতিতার পরিবারের ছবি টুইট করার ‘দোষে’ যে কয়জন কংগ্রেস নেতৃত্বের টুইটার হ্যান্ডেল লক করে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুস্মিতা দেব।

সুস্মিতার দলবদল সম্পর্কে মুখ খুলতে নারাজ কংগ্রেস। আজ একটি সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর এড়িয়ে যান রণদীপ সিংহ সূর্যেওয়ালা। তিনি বলেন, আমি সুস্মিতা দেবের সাথে কথা বলার চেষ্টা করলাম, তার ফোন বন্ধ ছিল। তিনি একজন কর্মঠ কংগ্রেস কর্মী ছিলেন এবং সম্ভবত আজও আছেন। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তাঁর কাছ থেকে কোনও চিঠি পাননি। আমি তার সাথে কথা না বলা পর্যন্ত মন্তব্য করতে পারি না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #assam, #Sushmita Dev

আরো দেখুন