রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় প্রবন্ধ লেখার জের, অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম

August 17, 2021 | < 1 min read

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় প্রবন্ধ লেখার জের, অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করার প্রস্তাব। অজন্তা যে এরিয়া কমিটির সদস্য সেখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব গিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর রাজ্য সদর দফতর এবং কলকাতা জেলা কমিটিতে। অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য সাসপেন্ড করার কথা প্রস্তাবে বলা হয়েছে।

জানা গিয়েছে, ২১ অগাস্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অতীতে দেখা গিয়েছে, এরিয়া কমিটির পাঠানো প্রস্তাবে নাক গলায়নি রাজ্য নেতৃত্ব। ফলে এবারও তেমনটা হবে না বলেই মনে কছে রাজনৈতিক মহল। এর আগে অজন্তাকে শোকজ করা হয়। শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায়, এবার সাসপেন্ড করার প্রস্তাব বলে বলে জানা গিয়েছে। ‘জাগো বাংলা’র উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে মমতাকে (Mamata Banerjee) বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী হিসেবে অভিহিত করেন অনিল-কন্যা অজন্তা (Ajanta Biswas)। পার্টির সদস্য হয়েও বিরোধী মুখপত্রে লেখার জন্য তাঁকে শো-কজের সিদ্ধান্ত নেয় সিপিএম নেতৃত্ব। অজন্তা অবশ্য সাফ জানান, ‘দলমত নির্বিশেষে বঙ্গ রাজনীতিতে সকল মহিলাদের কথা তুলে ধরাই আমার প্রয়াস।’

বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক নিবন্ধে মুখ্যমন্ত্রীর নাম আসা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করেন অজন্তা (Ajanta Biswas)। তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘ইতিহাসের শিক্ষার্থী হিসেবে আমার গবেষণার অন্যতম বিষয় বঙ্গ নারী। বেশ কিছু দিন ধরে আমি এ বিষয়ে গবেষণা করে আসছি। এমনই একটি লেখা প্রাক স্বাধীনতা পর্বে অবিভক্ত বাংলা ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। ইতিহাসের দৃষ্টিকোণে রচিত এই লেখায় যেমন রয়েছেন স্বাধীনতা আন্দোলনে জড়িত নেত্রীরা, তেমনই এসেছেন জাতীয়তাবাদী নেত্রীদের কথাও।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #Jago Bangla, #Ajanta Biswas

আরো দেখুন