সুখবর! গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যুর হার নিম্নমুখী
করোনার তৃতীয় ধাক্কা সামলাতে বাড়তি পদক্ষেপ নিয়েছে রাজ্য। গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের অধীনে তৈরি হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। চলছে কঠোর বিধিনিষেধ। এর সুফলই মিলছে হাতেনাতে। বাংলায় করোনা ভাইরাসে (Coronavirus) দৈনিক মৃত্যুহার আরও কমল। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। সোমবার তা ছিল ৯। তবে দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল। একদিনে রাজ্যে (West bengal) মারণ ভাইরাসে আক্রান্ত ৫৪৭ জন। যা সোমবারের তুলনায় সামান্য বেশি। সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, উত্তর ২৪ পরগনার পাশাপাশি দার্জিলিংয়ের কোভিড (COVID-19) গ্রাফও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৭৭। আর দার্জিলিংয়ে ৬৪। দৈনিক পরিসংখ্যানের হিসেব অনুযায়ী, উত্তর ২৪ পরগনা মৃত্যুশূন্য, কিন্তু দার্জিলিংয়ে করোনার বলি ১। সোমবার থেকেই দার্জিলিংয়ের টয়ট্রেন-সহ একাধিক ভ্রমণস্থান খুলে গিয়েছে। ফলে এই মুহূর্তে সেখানে পর্যটকের ভিড়ও রয়েছে। এই পরিস্থিতিতে সেখানকার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ চিন্তার ভাঁজ চওড়া করছে প্রশাসন, স্বাস্থ্যকর্মীদের কপালে। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে মুর্শিদাবাদ।
পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২। করোনার বলি মোট ১৮ হাজার ৩১৮। সুস্থ হয়ে উঠেছেন ১৫,১১, ৫৫৮। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ রোগী কমেছে ৯৬ জন। রাজ্যে একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৬, ৭৫২, যার মধ্যে পজিটিভ রিপোর্ট মাত্র ১.১৯ শতাংশ। চলতি মাসের শেষদিন পর্যন্ত রাজ্যে জারি কোভিড বিধিনিষেধ। একাধিক ক্ষেত্রে নানা ছাড় দিয়েও সংক্রমণের শৃঙ্খল ভাঙার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রশাসন অত্যন্ত সতর্ক। নাইট কারফিউ ঠিকমতো চলছে কিনা, তাতে কড়া নজরদারি রয়েছে। এই মিলিত প্রয়াসে রাজ্যে মহামারী সংক্রমণ এখন কিছুটা নিয়ন্ত্রণে।