দেশ বিভাগে ফিরে যান

পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য দায়ী অয়েল বন্ড? নির্মলার দাবির পাল্টা আরটিআই করলেন সাকেত

August 17, 2021 | < 1 min read

এই মুহূর্তে পেট্রোলের দাম কমবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। শুধু তাই নয়, পেট্রলের দাম নিয়ে পূর্ববর্তী সরকারকে এদিন বিঁধতেও ছাড়েননি অর্থমন্ত্রী। তিনি বলেন, আগের UPA সরকার পেট্রপণ্যের বন্ড ইস্যু করে কম দামে নাগরিকদের পেট্রল পৌঁছে দিয়েছিল।

ইউপিএ সরকার করলেও বর্তমান সরকার সেরকম কোনও রাস্তায় হাঁটবে না। কোনওরকম কৌশল ব্যবহার করে পেট্রলের দাম কমানোর প্রশ্নটিতে কার্যত জল ঢেলে দিয়েছেন অর্থমন্ত্রী।

এরপরেই কার্যত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আরটিআই দাখিল করলেন তৃণমূল নেতা সাকেত গোখলে (Saket Gokhale)। তাঁর বক্তব্য, অয়েল বন্ড এবং জ্বালানির দামের বিষয়ে কেন্দ্রীয় সরকারের দাবি অতীতে বহুবার মিথ্যা প্রমাণ হয়েছে। আরও একবার অর্থমন্ত্রী প্রকাশ্যে এবং স্পষ্টভাবে মিথ্যা বলছেন।

কেন্দ্রের কাছে সাকেত জানতে চেয়েছেন অয়েল বন্ডের ঋণ মেটাতে ২০১৫ অর্থবর্ষ থেকে ২০২১ অর্থবর্ষ পর্যন্ত সুদ বাবদ কত অর্থব্যয় করেছে সরকার। এছাড়া, অয়েল বন্ড বাবদ এখনও কত টাকা ঋণ রয়েছে সরকারের, এই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি, জ্বালানির ওপর এক্সাইজ ডিউটি সহ বিভিন্ন কর থেকে কত আয় হয়েছে সরকারের, সেটিও জানতে চেয়েছেন সাকেত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saket Gokhale, #Nirmala Sitharaman

আরো দেখুন