রাজ্য বিভাগে ফিরে যান

আরও ১৩ হাজার আশাকর্মী নিয়োগ করবে রাজ্য

August 17, 2021 | < 1 min read

রাজ্য নিয়োগ করতে চলেছে আরও ১৩ হাজারেরও বেশি আশাকর্মী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে গ্রামবাংলায় ৫৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত। এদিন স্বাস্থ্যক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, রাজ্যে আরও ৪৬০০ উপ স্বাস্থ্যকেন্দ্র এবং তিন হাজারের বেশি সুস্বাস্থ্যকেন্দ্রও হবে।

এদিন জলপাইগুড়িতে দুটি নতুন ব্লক তৈরি হওয়ার সিদ্ধান্তও অনুমোদন পায় বৈঠকে। ব্লক দু’টি হল বানারহাট এবং ক্রান্তি। এছাড়া হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের জমির লিজ ৩০ বছর থেকে বাড়িয়ে ৯৯ বছর করার কথাও অনুমোদন পেয়েছে। তার পাশেই ‘খেল সিটি’ তৈরি করার কথা হিডকোর।  

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #asha workers

আরো দেখুন