রাজ্য বিভাগে ফিরে যান

দুয়ারে সরকার শিবিরে মাস্ক পরার উপর জোর দেওয়া হল

August 18, 2021 | < 1 min read

সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। আর প্রথম দিনেই বিভিন্ন শিবিরে মানুষের মধ্যে করোনা-অসচেতনতার চিত্র ফুটে উঠেছিল। সামাজিক দূরত্ব বজায় না রেখে লাইনে দাঁড়ানোর পাশাপাশি অনেকেই মাস্ক ব্যবহার না করায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছিল। সেই কারণে মঙ্গলবার সকাল থেকেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন জনপ্রতিনিধিরা।


সোমবারের অভিজ্ঞতাকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই বাগনানের সাবসিট গ্রাম পঞ্চায়েত বিশেষ উদ্যোগ নিয়েছিল। এদিন সকাল থেকেই সত্যপীরতলায় পঞ্চায়েত অফিসের সামনের মাইকিং করে শিবিরে লাইনে দাঁড়ানো মানুষদের করোনা সুরক্ষাবিধি নিয়ে সচেতন করার পাশাপাশি মাস্ক ছাড়া আবেদনপত্র সংগ্রহ করা যাবে না বলেও সর্তক করা হয়। এদিন সকালে ওই শিবির পরিদর্শন করতে আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, সাবসিট গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদ্দাম হোসেন। পরে মাস্ক না পরে লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে মাস্ক বিতরণও করা হয়। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিবির পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় ও উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম। এদিন সুলতানা বেগমও শিবিরে মাস্ক না পরে আসা মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#mask, #Duare Sarkar

আরো দেখুন