কলকাতা বিভাগে ফিরে যান

বদলে গেল মাদার ডেয়ারির নাম, নয়া নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

August 18, 2021 | < 1 min read

মাদার ডেয়ারির নাম বদলে বাংলা ডেয়ারি করা হবে।’ বুধবার সাংবাদিক বৈঠকে ফের এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করব। এ নিয়ে অনেকবার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (এনডিডিবি) আগে অনেকবার কথা বলেছি। মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার গরুরা যখন দুধ দেয়। চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন?’ 

এ দিন তিনি আরও বলেন ‘বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত। এখন মাদার ডেয়ারি নামেই চালানো হচ্ছে। কিন্তু আর চালাব না। কিছুদিনের মধ্যেই নাম বদল করা হবে।’ এ নিয়ে মুখ্য সচিব এবং অন্যান্যদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

ডেয়ারি প্রোডাক্টের পাশাপাশি রাজ্য সরকার ডিম, মাছ, মাংসের উৎপাদন বাড়ানোতেও জোর দেবে বলে জানিয়েছেন মমতা। রাজ্যের নিজস্ব পোলট্রি ফার্মের সংখ্যাও বাড়ানো হবে। এ দিন সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে মমতা ফের স্পষ্ট করেছেন, ‘মাদার ডেয়ারির নাম নিয়ে কোনও আপত্তি নেই, কিন্তু এটা রাজ্যের প্রোডাক্ট নয়। বাইরের প্রোডাক্ট। তাই বাংলা ডেয়ারি নামেই এবার থেকে এই প্রোডাক্ট পৌঁছবে রাজ্যবাসীর ঘরে ঘরে।’

কিছুদিন আগেই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের হাত থেকে রাজ্যের নিয়ন্ত্রণে আসে এটি। তার পরেই নাম বদলের পথে হাঁটে রাজ্য সরকার। পাশাপাশি সংস্থার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণেও বড়সড় বদল আনা হবে ঘোষণা করা হয়েছিল আগেই। এ দিন মমতা জানিয়েছেন বেশকিছু পর্যায়ে এ বিষয়ে কথা হয়েছে। খুব শীঘ্রই নাম বদল বাস্তবায়ন হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banejee, #Mother Dairy, #Bangla Dairy

আরো দেখুন