← রাজ্য বিভাগে ফিরে যান
কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য বন্ধ করা হল তারাপীঠ মন্দিরের দরজা
করোনা পরিস্থিতিতে এবারও কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য বন্ধ করা হল তারাপীঠ মন্দিরের দরজা। মঙ্গলবার দুপুরে রামপুরহাট মহকুমা শাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এবার ৭ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। আগামী ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে। তবে নিত্যপুজো রীতি মেনেই হবে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রীতি মেনে পুজো হবে। পুণ্যার্থীরা চাইলে তাঁদের নামে পুজো করা হবে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক বিধান রায় প্রমুখ।