বিনোদন বিভাগে ফিরে যান

নুসরত-নিখিলের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি সেপ্টেম্বরে

August 19, 2021 | < 1 min read

অভিনেত্রী নুসরত জাহানের স্বামী নিখিল জৈনের দায়ের করা অ্যানালমেন্ট অব ম্যারেজের (বাতিলযোগ্য বিবাহ) মামলাটি বুধবার শুনানি হল না। এদিন আলিপুর আদালতে মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু সম্প্রতি নুসরতের (Nusrat Jahan) আইনজীবী পরিবর্তন হয়ে নতুন আইনজীবী নিয়োগ হয়েছে। এরজন্য তাঁর আইনজীবী এদিন কোর্টের কাছে কিছুটা সময় চেয়ে আবেদন জানান।

বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর। প্রসঙ্গত, নুসরত-নিখিলের বিবাহকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। আর তারই মধ্যে আদালতে নিখিলের দায়ের করা এই মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আইনজীবীদের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#nusrat jahan

আরো দেখুন