দেশ বিভাগে ফিরে যান

সংসদকে অপমান করছে বিজেপি, টুইট করে সরব হল তৃণমূল

August 19, 2021 | < 1 min read

কয়েকদিন আগেই বাদল অধিবেশন নির্দিষ্ট সময়ের আগে শেষ করে দেওয়া হয়। তখন বিরোধীদের উপর দোষ চাপিয়েছিল কেন্দ্রীয় সরকার। যার জবাবে কড়া টুইট করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। এবার ফের কড়া টুইট করলেন তিনি। যেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌সংসদকে আসলে অবরুদ্ধ করছে বিজেপি’‌। অমিত শাহের একটি পুরনো মন্তব্যের ভিডিও টুইট করে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

ঠিক কী লিখেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ?‌ টুইটে ডেরেক লেখেন, ‘‌আমাদের দুর্দান্ত রিসার্চ টিম এই ভিডিওটি খুঁজে পেয়েছে। এক সপ্তাহ ধরে চেষ্টা করছি, তবুও প্রধানমন্ত্রী এবং তাঁর ৮ মন্ত্রীর থেকে কোনও উত্তর পেলাম না। বিজেপি সংসদকে অপমান করছে।’‌ ডেরেকের তীব্র অভিযোগ, বিরোধীদের কথা শুনছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনকী বিরোধীদের কোনও উত্তরও দিচ্ছেন না তিনি।

যদিও এই বিষয়গুলি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি মোদী–শাহ। অথচ দেশবাসী দেখেছেন, বাদল অধিবেশন শেষ করে দিতে হচ্ছে বলে কান্নায় ভেঙে পড়েন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সরাসরি দুঃখপ্রকাশ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু পেগাসাস নিয়ে কোনও উত্তর দেননি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা।

উলটে কেন্দ্রীয় সরকার একের পর এক বিল সংখ্যাগরিষ্ঠতার জেরে পাশ করিয়ে নিয়েছে। কোনও আলোচনাই করেনি। সেখানে বাদল অধিবেশনে সংসদে এককাট্টা হয়েছে বিরোধীরা। সরকারের বিরুদ্ধে একাধিকবার তাঁদের যৌথভাবে বিক্ষোভ–আন্দোলন গড়ে তুলতে দেখা গিয়েছে। যা নিয়ে বিরোধীদের তোপ দেগেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদকে বিরোধীরা অপমান করছেন বলে আক্রমণ করেন তিনি। জবাব দিলেন ডেরেক ও’‌ব্রায়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament

আরো দেখুন