অসমে লম্বা ইনিংস খেলবে তৃণমূল, দাবি সদ্য যোগ দেওয়া সুস্মিতার
উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরার পরে খেলা শুরু হল অসমে। বিজেপি শাসিত অসমের সবথেকে বেশি বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার অবিসংবাদিত নেত্রী তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) চলতি সপ্তাহেই যোগ দিয়েছেন তৃনমূলে।
আজ অসমে নিজের হাজার হাজার অনুরাগী তৃণমূলে আসার সঙ্গে সঙ্গেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়া কয়েক হাজার কর্মী সমর্থক এর সামনে কংগ্রেসের প্রাক্তন মহিলা সভানেত্রী সুস্মিতা দেব বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, “অসমে লম্বা ইনিংস খেলবে তৃণমূল।”
গতকাল অসমে গণ ইস্তফা দেন কংগ্রেসের নেতা–কর্মীরা। ২৭ জন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা জানিয়ে দেন। তালিকায় রয়েছেন শিলচর কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকা রাজেশ দেব, রাহুল আলম লস্কর, সূর্যকান্ত সরকার, মোহনলাল দাস, পাপন দেব, সজল বনিক, মজুদ আহমেদ লস্কর, রাজদীপ দেব রায়, মনোজ কুমার দে, জ্যোতিরিন্দ্র দে, অভিষেক রায় চৌধুরীরা। কার্যত অসমে ধুয়েমুছে সাফ হয়ে গেল কংগ্রেস।