বিবিধ বিভাগে ফিরে যান

এবারে দুর্গার দোলায় আগমন-নৌকায় গমন, আশঙ্কা বিপদের?

August 21, 2021 | 2 min read

হাতে আর এক মাস সময় তারপরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) শুরু হয়ে যাবে। একই সঙ্গে গোটা দেশে শুরু হয়ে যাবে নবরাত্রি। তবে বাঙালির দুর্গাপুজোরই বেশি ধুম। করোনার কোপে গতবছর এক প্রকার নম নম করেই সারা হয়েছিল দুর্গাপুজো। এবার তাই নতুন করে আশার আলো দেখছেন সকলে। কারণ করোনা সংক্রমণ এখন অনেকটাই কম। কিন্তু পঞ্জিকায় দেবীর আগমন এবং গমনের বাহন দেখে খুব একটা খুশি হতে পারছেন না কেই। কারণ দেবী দুর্গা এবার যে বাহনে মর্তে আসছেন তাতে বেশ শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঠাকুমা-দিদিমার কাছ থেকে সকলেই উমার আগমন এবং গমনের কাহিনী শুনেছেন। পঞ্জিকাতেও সেই কাহিনী লেখা থাকে। তাকে দেবী দুর্গার বাহনের একাধিক বিষয়ের উল্লেখ আছে। কোন বাহনে এলে কী হয় এবং কোন বাহনে গেলে কী হয় তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। দেবীর যদি গজে আগমন হয়, তবে তা শান্তি-সমৃদ্ধি, শস্যপূর্ণ বসুন্ধরা। দেবী দোলায় এলে হয় মহামারী। আর তিনি যদি নৌকায় আসেন, তাহলে মর্তে বন্যার ভ্রুকুিট। তবে বৃষ্টি ভাল হলে ফসল ফলার সম্ভাবনাও জোরদার হয়। যদি ঘোটকে এলে সমূহ বিপদ। সামাজিক ও রাজনৈতিক ভাবে অস্থিরতা তৈরি হয় দেশে।

পঞ্জিকা বলছে এবার দোলায় আসছেন দুর্গা। মর্তে তার সু প্রভাব পড়বে না। মড়কের আশঙ্কা বলা হয়েছে পঞ্জিকায়। এই কাহিনী কতটা সত্যি কেউ জানেন না। কিন্তু গত এক বছর ধরে গোটা দেশ করোনা নামক মহামারীর সঙ্গে যুদ্ধ করছে।গোটা বিশ্বেই একই পরিস্থিতি। ভয়াবহ করোনা সংক্রমণ অক্টোবরে থার্ড ওয়েভ নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এবারও করোনা আবহে কীভাবে কাটবে পুজো তা নিয়ে শঙ্কা রয়েছে। হাইকোর্টের নির্দেশে গতবার পুজো ভাল করে দেখতেই পারেননি কেউ। সেই নির্দেশই এবার বহাল থাকবে কিনা তা নিেয় সংশয় রয়েছে। অন্যদিকে আবার এবার দেবীর গমন নৌকায়। পঞ্জিকা মতে প্রবল বর্ষণ এবং বন্যার সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই এক প্রস্থ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2021

আরো দেখুন