দেশ বিভাগে ফিরে যান

১২ ঊর্ধ্বদের প্রথম ভ্যাকসিনে অনুমোদন ভারতে এলো নতুন টিকা ‘জাইকোভ ডি’

August 21, 2021 | < 1 min read

বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন (Vaccine) জাইকোভ-ডি (Zycov- D) ব্যবহারে ছাড়পত্র দিল ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বা ডিসিজিএর সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC)। এই টিকা ভারতের একান্তই নিজস্ব। সাবালকদের পাশাপাশি ১২ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রেও এই টিকা ব্যবহার করা যাবে। তিন ডোজের এই টিকা নেওয়ার অন্তর হবে ২৮ দিন। সুচহীন এই টিকাটি তৈরি করেছে জাইডাস ক্যাডিলা। ভারতে এনিয়ে ছ’টি ভ্যাকসিন অনুমোদন পেল।

ভারতে ইতিমধ্যেই চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা। গত ১ জুলাই জাইডাস ক্যাডিলা তাদের তিন ডোজের জাইকোভ-ডি টিকার অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল। তারা বলেছিল, দেশজুড়ে ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর চালানো বৃহত্তর ট্রায়ালে টিকার ৬৬.৬ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্যও এই টিকা নিরাপদ। ছাড়পত্র মেলার দু’মাসের মধ্যে টিকা বাজারে নিয়ে আসা সম্ভব হবে। উল্লেখ্য, জৈবপ্রযুক্তি দপ্তর এবং আইসিএমআর-এর সহযোগিতায় জাইকোভ-ডি টিকা তৈরি করেছে জাইডাস ক্যাডিলা। কাজ চলেছে আমেদাবাদের ভ্যাকসিন টেকনোলজি সেন্টারে। ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয় টিকাটি। সংরক্ষণ করা সম্ভব তিন মাস পর্যন্ত।

তিন ডোজের এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিএ-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। হায়দরাবাদের ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পর জাইকোভ-ডি সম্পূর্ণভাবে দেশে তৈরি দ্বিতীয় টিকা হিসেবে অনুমোদন পাবে। শুধু তাই নয়, পৃথিবীর প্রথম ‘প্লাসমিড ডিএনএ’ টিকা হিসেবে ছাড়পত্র পাওয়ার নজিরও গড়বে জাইডাস ক্যাডিলার তৈরি ভ্যাকসিনটি। গুরুত্বপূর্ণ বিষয় হল, ইঞ্জেকশনের সূচ না ফুটিয়েই প্রয়োগ করা সম্ভব জাইকোভ-ডি টিকা। বিশেষ পদ্ধতিতে এই টিকা প্রয়োগ করা হয় ত্বক ও পেশির মধ্যবর্তী স্থানে। সংস্থার দাবি, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই টিকা কার্যকরী।


TwitterFacebookWhatsAppEmailShare

#covid vaccine

আরো দেখুন