রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় আরও নিম্নমুখী রাজ্যের কোভিড সংক্রমণ

August 22, 2021 | < 1 min read

করোনা মোকাবিলায় মরিয়া রাজ্য। পরিস্থিতি অনেকটা আয়ত্তে এলেও এখনও প্রতিদিনই রাজ্যের কয়েকশো মানুষ আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ রাজ্যের বিধিনিষেধের সুফল যে মিলছে তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬১ জন। কমেছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন। সুস্থতার হার ৯৮.২০ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৭৯ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ ফের দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৭৪ জন।

দৈনিক সংক্রমণের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৫৮ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দার্জিলিং। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৫৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪২,৯৪২।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া জেলা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩৬৪ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮৬ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৫,১৬১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৬,৬২,১৩৪ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19 update, #West Bengal

আরো দেখুন