চার বছরে ১০০ দিনের কাজে ৯৩৫ কোটির দুর্নীতি, চাপে কেন্দ্র
একশো দিনের কাজ (নারেগা) প্রকল্পে চার বছরে দেশজুড়ে ৯৩৫ কোটি টাকার অনিয়ম হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্যের উপর ভিত্তি করে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে চলে এল। ঘুষ, অস্তিত্বহীন উপভোক্তার নামে মজুরি ও বাজারদরের থেকে চড়া দামে সরঞ্জাম কেনা সহ বিভিন্ন উপায়ে এই আর্থিক অনিয়ম হয়েছে। নারেগা প্রকল্পের অন্তর্গত বিভিন্ন কাজে অনিয়মের পরিমাণ সবচেয়ে বেশি তামিলনাড়ুতে। গত চার বছরে দক্ষিণের এই রাজ্যে অনিয়ম হয়েছে ২৪৫ কোটি টাকার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২৩৯.৩১ কোটি) ও কর্ণাটক (১৭৩.৬ কোটি)। বিহারে অনিয়মের হয়েছে ১২.৩৪ কোটি টাকার। তুলনায় নারেগা প্রকল্পে অনেক স্বচ্ছতার সঙ্গে কাজ হয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের তথ্য বলছে, চার বছরে এরাজ্যে অনিয়মের পরিমাণ মাত্র ২.৪৫ কোটি টাকা।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন দপ্তরের সোশ্যাল অডিট ইউনিটগুলির (এসএইউ) খানাতল্লাশিতে এই বিশাল আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। রাজ্যগুলি থেকে উঠে আসা সামগ্রিক তথ্য মিলছে গ্রামোন্নয়ন মন্ত্রকের ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (এমআইএস) থেকে। জানা যাচ্ছে, চার বছরে একশো দিনের কাজে ৯৩৫ কোটি টাকার অনিয়ম হলেও এখনও পর্যন্ত মাত্র ১২.৫ কোটি টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এটি অনিয়মের মোট অর্থের মাত্র ১.৩৪ শতাংশ। ১০০ দিনের কাজে অডিট সংক্রান্ত তথ্য আপলোড করা হয় হয় ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে। সেই সময় থেকে দেশজুড়ে ২ লক্ষ ৬৫ হাজার গ্রাম পঞ্চায়েতে বছরে অন্তত একবার করে এসএইউ অডিট চালানো হয়। ২০১৭-১৮ সালে ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রের বরাদ্দের পরিমাণ ছিল ৫৫ হাজার ৬৫৯.৯৩ কোটি টাকা। ধাপে ধাপে বেড়ে ২০২০-২১ সালে বরাদ্দে পরিমাণ হয় ১ লক্ষ ১০ হাজার ৩৫৫.২৭ কোটি টাকা। বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর গ্রাম পঞ্চায়েতগুলিতে সোশ্যাল অডিটও চলে। তার ভিত্তিতেই এই চার বছরে মোট ৯৩৫ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে বলে রিপোর্ট। গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব নগেন্দ্রনাথ সিনহা বলেন, দায়বদ্ধতা নিশ্চিত করতে সোশ্যাল অডিটগুলি শক্তিশালী অস্ত্র।
সম্প্রতি এবিষয়ে সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। আর্থিক অনিয়মের পরিমাণ এত বেশি হলেও পুনরুদ্ধার হওয়া টাকা এত কম কেন, তা জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে, বহু রাজ্যে অনিয়মের বহর বেশি হওয়া সত্ত্বেও তার দায় নির্ধারণের বিষয়ে সরকারি উদ্যোগ চোখে পড়ছে না।
সরকারি তথ্য বলছে, রাজস্থান, কেরল, অরুণাচল প্রদেশ, গোয়া, লাদাখ, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে একশো দিনের কাজ নিয়ে অডিটে কোনও অনিয়ম ধরা পড়েনি। গুজরাতে অনিয়মের পরিমাণ মাত্র ৬ হাজার ৭৪৯ টাকার। নারেগা প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে চার বছরে গোটা দেশে সব মিলিয়ে ৩৮টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ১৪টি এফআইআর দায়ের করেছে ঝাড়খণ্ড।