রাজ্য বিভাগে ফিরে যান

‘‌কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না বাংলাকে’‌, মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ অরূপ বিশ্বাসের

August 22, 2021 | < 1 min read

ভ্যাকসিন নিয়ে ফের বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুললেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ রাখীবন্ধন। সেদিনও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ, কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না বাংলাকে। রাজ্য সরকার কিনতে চাইলেও তার অনুমোদন দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। তার উপর অন্য রাজ্যগুলির তুলনায় বাংলা কম মানুষ ভ্যাকসিন পাচ্ছেন।

কিছুদিন আগে নয়দিল্লি সফরে গিয়ে একই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং প্রধানমন্ত্রীকে অভিযোগ করেছিলেন তিনি। এমনকী বেশ কয়েকটি চিঠিও লিখেছিলেন তিনি। তবে সম্প্রতি ৭ লক্ষ ভ্যাকসিন এসেছে। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলেই অভিযোগ উঠেছে। এখন দ্বিতীয় ডোজ দেওয়া নিয়েও সমস্যা তৈরি হয়েছে। অনেকেই আবার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিচ্ছেন না। তা সত্ত্বেও অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে এবার বাংলার সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যজুড়ে মাস্ক বন্ধন উৎসব পালন করবে তারা। বাংলার মানুষ রাখীর বদলে মাস্ক পড়াবেন একে অপরকে। তাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে সংস্কৃতি উৎসবের আয়োজন করেছিল যুব কল্যাণ দফতর। সেখানে উপস্থিত হয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ করেন মন্ত্রী অরূপ। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী রাইমা সেন। করোনা আবহে রাজ্য সরকারের মাস্ক বন্ধনের প্রশংসা শোনা যায় অভিনেত্রীর গলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Arup Biswas, #COVID 19 Vacine

আরো দেখুন