রাজ্য বিভাগে ফিরে যান

সুপার হিট দুয়ারে সরকার, ৮ দিনে রেজিস্ট্রেশন ছাপিয়ে গেল ১ কোটি

August 24, 2021 | 2 min read

৮ দিনেই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশনের সংখ্যা এক কোটি ছাপিয়ে গেল। গতবারের রেকর্ডকে ভেঙে দিল এবারের পরিসংখ্যান। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন সংখ্যা এক কোটি ছাপিয়ে যায় বলেই নবান্ন সূত্রে খবর। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা টিমকেই শুভেচ্ছা জানালেন। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেচ্ছা জানান।

গতবার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন এর সংখ্যা এক কোটি ছাপিয়ে যেতে সময় লেগেছিল ১৮ দিন। সে ক্ষেত্রে এবার অনেকটাই কম সময় লাগায় এই শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই প্রশাসনিক মহল মনে করছে। যদিও এত তাড়াতাড়ি ১ কোটি রেজিস্ট্রেশন হওয়ার অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার বলেই মনে করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু-সহ কয়েকটি স্কিমে উল্লেখযোগ্য ভাবে রেজিস্ট্রেশন হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

যদিও প্রথমদিকে দুয়ারে সরকারের ক্যাম্প গুলিতে এতটাই ভিড় ছিল যে রীতিমতো তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল প্রশাসনকে। যদিও তারপর ক্যাম্প বাড়ানোর নির্দেশ দেন মুখ্যসচিব জেলাশাসক দের। শুধু তাই নয় বুথ ভিত্তিক যাতে আবেদন পত্র দেওয়া যায় বিশেষত লক্ষীর ভান্ডার এর আবেদন পত্র দেওয়ার ক্ষেত্রে যাতে এই পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও জেলাশাসকের পরামর্শ দেন মুখ্য সচিব।

নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকারের জন্য। ১০৭১২টি ক্যাম্প এখনও পর্যন্ত করা হয়েছে। অন্য দিকে দেখা যায় লক্ষীর ভান্ডার এর আবেদন পত্র বিলাপ করছে বিভিন্ন ক্লাব বা অন্যান্যরা। এক্ষেত্রেও মুখ্যসচিব জেলাশাসক দের কড়া নির্দেশ দেন সোমবারই। বিশেষত লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্র ফিলাপ করার জন্য কন্যাশ্রী ছাত্রীদের বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বা কলেজ ছাত্রীদের ব্যবহার করা যেতে পারে বলেও গতকাল নির্দেশ দেন মুখ্যসচিব।আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প চলবে। মাত্র ৮ দিনে এক কোটি রেজিস্ট্রেশন এর সংখ্যা পেরিয়ে যাওয়াতে প্রশাসনিক মহলের ধারণা এবারে গতবারের তুলনায় অনেকটাই বেশি রেজিস্ট্রেশন হবে। তার জন্য এবার প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতিও নিয়ে রাখা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar

আরো দেখুন