রাজ্য বিভাগে ফিরে যান

টেন্ডার দুর্নীতিকান্ডে বিজেপি নেতা শ্যামাপ্রসাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ

August 24, 2021 | < 1 min read

টেন্ডার দুর্নীতিকান্ডে বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (shayamaprasad Mukherjee) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে উদ্যোগ নিল পুলিশ। বিষ্ণুপুর পুরসভার একাধিক প্রকল্পের টেন্ডার দুর্নীতির অভিযোগে রবিবার সকালে গ্রেফতার হন প্রাক্তন বস্ত্রমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। টেন্ডার দেওয়া নিয়ে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের তদন্তে নেমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সুত্রের খবর, জমি জায়গা-সহ একাধিক সম্পত্তি কিনেছেন শ্যামাপ্রসাদবাবু। সেই সম্পত্তির লেনদেন ও অর্থের উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারী দল।
পাশাপাশি তাঁর ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করতে পদক্ষেপ শুরু করেছেন তদন্তকারীরা। এর জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি শ্যামাপ্রসাদের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করারও প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের টাকা রয়েছে তাঁর একেবারেই ঘনিষ্টজনের কাছে। তাদের জিজ্ঞাসাবাদ করার ও তাদের অ্যাকাউন্টের তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী দল।

বিষ্ণুপুর পুরসভাকে কেন্দ্র করেই উঠেছে টেন্ডার দুর্নীতির অভিযোগ। স্বাভাবিক ভাবেই বিষ্ণুপুর পুরসভার আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত পুর্নাঙ্গ বিষয় জানার চেষ্টা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shayamaprasad Mukherjee, #.bjp

আরো দেখুন