রাজ্য বিভাগে ফিরে যান

“বিজেপিতে সম্মানের সঙ্গে কাজ করা যায় না” এবার বেসুরো বিজেপি নেত্রী রিমঝিম

August 24, 2021 | < 1 min read

একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রায় প্রতিদিনই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য নেতা-নেত্রীরা রীতিমতো লাইন দিয়েছিলেন। অধিকাংশ নেতা এবং নেত্রী তৃণমূল থেকে বিজেপি তে যাওয়ার জন্য অজুহাত হিসেবে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন দম বন্ধ হয়ে আসছে অথবা সম্মানের সঙ্গে কাজ করতে পারছিনা।

অথচ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর থেকে বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে প্রায় প্রতিদিন আবেদন করে চলেছেন বহু বিজেপি নেতা এবং নেত্রী। সেই তালিকায় এবারে আরো একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী তথা বিজেপির রাজ্য সম্পাদিকা রিমঝিম মিত্র।২০১৯ সালের ২১ জুলাইয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের পরিচিত মুখ রিমঝিম মিত্র। গেরুয়া শিবিরের একাধিক সভামঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

রিমঝিম মিত্র বিজেপি রাজ্য নেতাদের নাম না করে অভিযোগের সুরে জানান, “দলের বহু গুরুত্বপূর্ণ বৈঠকের খবরই পাই না। বন্ধুরা অনেকে তৃণমূলে গেছেন, আমাকেও ভাবতে হবে। যখন কোনও দল করতে এসেছি, নিশ্চয়ই তার চিন্তাধারায় বিশ্বাস করি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#rimjhim mitra, #Actress, #bjp

আরো দেখুন