← দেশ বিভাগে ফিরে যান
কোভিড পরিস্থিতিতে ভারতে মৃত লক্ষ শিশু? দাবি রিপোর্টে
স্রেফ কোভিডের (Covid) কারণে ভারতে প্রায় এক লক্ষ শিশুর মৃত্যু (Child Death) হয়েছে। বিশ্বব্যাঙ্কের গবেষকদের এক রিপোর্টে এমনই তথ্য দেওয়া হয়েছে।
এই রিপোর্টে বলা হয়েছে, করোনার প্রভাবে বিশ্বের ১২৮টি দেশে ২ লক্ষ ৬৭ হাজার শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ সমগ্র বিশ্বের অতিরিক্ত শিশু মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ভারতের। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এই রিপোর্টে এও বলা হয়েছে, করোনার কারণে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তত ১৭ শতাংশ সংকুচিত হয়েছে। এর ফলে শিশু মৃত্যুর হার প্রায় সাত শতাংশ বেড়েছে।