রাজ্য বিভাগে ফিরে যান

সেপ্টেম্বরে রাজ্যে কমতে পারে মদের দাম? গুঞ্জন সুরারসিকদের

August 24, 2021 | 2 min read

আগামী সেপ্টেম্বর মাস থেকেই মদের দাম কমতে পারে রাজ্যে। আবগারি করের নতুন কাঠামো তৈরি করে পাঠানো হয়েছে অর্থ দপ্তরে। অর্থ দপ্তরের ছাড়পত্র মিললেই নতুন কর ব্যবস্থা লাগু হয়ে মদের দাম নির্ধারিত হবে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেশে তৈরি বিলিতি মদ ও রামের দাম এই পর্বে কমবে। তবে বাড়তে চলেছে দেশি (বাংলা) মদের দাম। প্রসঙ্গত, গত বছর কোভিড পর্বে এপ্রিল এবং নভেম্বর পরপর দু’বার দাম বেড়েছিল মদের। ৪০ থেকে ৫০ শতাংশ দাম বৃদ্ধি হওয়ার ফলে রাজস্ব আদায় ঠিকঠাক হলেও, ক্রেতার সংখ্যা কমছিল হু হু করে। এরই পাশাপাশি প্রতিবেশী রাজ্য (অসম, সিকিম এবং অরুণাচল প্রদেশ) থেকে অপেক্ষাকৃত কম দামের মদ চোরাপথে ঢুকছে বাংলায়। বিস্তর রাজস্ব ক্ষতি হচ্ছে রাজ্যের। এই সব দিক মাথায় রেখেই নতুন কর কাঠামো তৈরি করা হচ্ছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, হুইস্কি ও রামের ৭৫০ মিলিলিটার বোতলের দাম ১০ থেকে ২৫ শতাংশ কমতে পারে এই পর্বে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মদের নতুন দাম কার্যকর হতে পারে।

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছরের এপ্রিল মাসে মদের উপর চেপেছিল ৩০ শতাংশ আবগারি কর। এরপর গত নভেম্বর মাসে লিটার প্রতি কর আরও কিছুটা বাড়ানো হয়। ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায় মদের দাম। ওই সূত্রটি জানিয়েছে, এর জেরে ক্রেতা কমেছে, কমেছে বিক্রির পরিমাণও। এর প্রভাব ঠিক কতটা পড়েছে তা বোঝা যাবে আগামী নভেম্বর মাসে। ওই সূত্রটি আরও জানিয়েছে, এতে বাজার ধরে রাখা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই আবগারি করের পুনর্বিন্যাসের প্রয়োজন। সেটাই এবার করা হচ্ছে। এই পর্বে আমদানিকৃত বিদেশি স্কচ ও হইস্কির দামও কমবে বলে জানা গিয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলা মদের দাম কমপক্ষে ২০ শতাংশ বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে ওই সূত্রটি জানিয়েছে, এখন কিছু কিছু বাংলা মদের ৬০০ মিলিলিটারের দাম ১০০ টাকা, সেটা বেড়ে হতে পারে ১২০ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #liquor

আরো দেখুন