রাজ্য বিভাগে ফিরে যান

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিক্যাল কলেজগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগ

August 24, 2021 | < 1 min read

ভয়ঙ্কর রূপ নিতে পারে মারণ ভাইরাস করোনা। তাই আগেভাগেই সর্তকতা হিসেবে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার মেডিকেল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে মেডিকেল কলেজগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরের পক্ষে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতিতে প্রতিটি জেলার স্বাস্থ্য প্রশাসনকে অতিমারি রুখতে স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত এই প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গত শনিবার বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বৈঠকে বসেন।

এই বৈঠকে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কর্মীর ঘাটতির প্রসঙ্গ তুলে ধরা হয়। পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলায় তাদের বাড়তি কত কর্মীর দরকার তা খতিয়ে দেখে অবিলম্বে স্বাস্থ্যসচিব তা জানানোর নির্দেশ দেন। পাশাপাশি, চিকিৎসার অন্য পরিকাঠামোর ঘাটতি থাকলে তা অবিলম্বে স্বাস্থ্য দপ্তর কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা হাসপাতাল গুলির সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার জন্য মেডিকেল কলেজগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। একেবারেই বাধ্যতামূলক না হলে রোগীদের কলকাতায় রেফার করার প্রবণতা ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid third wave, #Medical college

আরো দেখুন