← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
“মহিলারা আরও বেশি করে রাজনীতিতে এলে আমি খুশি হব” মুখোমুখি সুস্মিতা দেব
বাংলার মসনদে তৃতীয়বার আসীন হওয়ার পরই জাতীয় স্তরে দলের সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগী হয়েছে তৃণমূল। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা থেকে দিল্লি, গুজরাট থেকে কেরল – বিস্তার হচ্ছে দলের সংগঠন। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। উত্তর-পূর্বে তৃণমূলের সংগঠন মজবুত করতে কী ভূমিকা নেবেন তিনি? অসম-ত্রিপুরাতেও খেলা হবে? ২০২৪ এ পালাবদল ঘটবে? সব প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন সুস্মিতা দেব।